পদার্থবিজ্ঞান

প্যারাম্যাগনেটিক কাকে বলে? জেনারেটর ও তড়িৎ মোটরের মধ্যে পার্থক্য কি?

যে পদার্থসমূহ চুম্বক ক্ষেত্র দ্বারা দুর্বলভাবে আকর্ষিত হয় তাদেরকে প্যারাম্যাগনেটিক বলে। যে কোন পদার্থ, যাদের পরমাণুতে বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন থাকে; তারা প্যারাম্যাগনেটিক হয়ে থাকে। কারণ পরমাণুতে অযুগ্ম ইলেকট্রনের ঘূর্ণন বা স্পিনিং-এর ফলে ম্যাগনেটিক মােমেন্ট বা ভ্রামকের সৃষ্টি হয়।

জেনারেটর ও তড়িৎ মোটরের মধ্যে পার্থক্য কি?

জেনারেটর ও তড়িৎ মোটরের মধ্যে পার্থক্য নিচে দেয়া হলো–

  • জেনারেটরে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, অপরদিকে তড়িৎ মোটরে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়।
  • তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে জেনারেটর তৈরি করা হয়। তড়িৎবাহী তারের উপর চুম্বকের প্রভাবের উপর ভিত্তি করে তড়িৎ মোটর তৈরি করা হয়।
  • জেনারেটর প্রধানত ব্যবহার করা হয় তড়িৎ উৎপাদন কেন্দ্রে। অর্থাৎ জেনারেটরের ব্যবহার অতি সীমিত। অপরদিকে তড়িৎ মোটর প্রায় সর্বত্র এবং বহুবিধ উদ্দেশ্যে ব্যবহার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button