রসায়ন বিজ্ঞান
ক্যালসিয়াম ফ্লোরাইড কি? ক্যালসিয়াম ফ্লোরাইড এর সংকেত কি?
ক্যালসিয়াম ফ্লোরাইড হচ্ছে একটি রাসায়নিক অজৈব যৌগ যা Ca ও F এর সমন্বয়ে গঠিত। এর রাসায়নিক সংকেত হল CaF2। এটি একটি আয়নিক যৌগ। CaF2 কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। এটি একটি সাদা, অদ্রবণীয় কঠিন পদার্থ।