রোগ

সার্স (SARS) কি? সার্সের উৎপত্তি, লক্ষণ এবং প্রতিরোধ।

সার্স কি? (What is SARS in Bengali/Bangla?)

সার্স (SARS) এর পুরো নাম হলো- Severe Acute Respiratory Syndrome। এটি একটি ভাইরাসবাহিত রোগ। করোনা নামক এক প্রকার ভাইরাসের আক্রমণে এ রোগ হয়। এ রোগ থুথুর ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। মাস্ক ব্যবহার করলে এ রোগ অনেকটাই প্রতিরোধ করা যায়। এ রোগের সিমটোমেটিক চিকিৎসা ছাড়া অন্য কোন নিরাময়কারী চিকিৎসা নেই।

সার্স রোগের উৎপত্তি

এক গবেষণায় দেখা গেছে সার্স ভাইরাসের প্রধান বাহক হাঁস। প্রায় ৩,২০০ বছর আগে চীনে হাঁসকে গৃহপালিত প্রাণী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। মজার ব্যাপার হলো এ হাঁসের পাকস্থলীই হচ্ছে ‘করোনা’ ভাইরাসের জন্মস্থান। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের দক্ষিণাঞ্চল খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে মানুষ, হাঁস-মুরগি, শূকর একত্রে গাদাগাদি করে বাস করে। চিকিৎসকরা মনে করেন, মানুষের এই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসের কারণেই এ ভাইরাসের হাঁসের মাধ্যমে প্রথম এ অঞ্চলের দেহে বিস্তার লাভ করে। অতঃপর ধীরে ধীরে তা সংক্রমিত হয়ে অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। সুতরাং সার্স ব্যাধির প্রথম উৎপত্তিস্থল হলো চীন দেশ।

সার্স রোগের লক্ষণ

১. জ্বর ১০২°-১০৩° ফারেনহাইট হয়।

২. কাশি, শ্বাসকষ্ট, হাঁচি, নাকে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া।

৩. মাথাব্যথা, ক্ষুধামান্দ্য হয়।

৪. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় বিনষ্ট হয়ে যায়।

সার্স রোগের প্রতিরোধ

১. ছোঁয়াচে রোগ বলে এ রোগ থেকে রক্ষা পেতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা।

২. আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলা।

৩. রক্ত আদান প্রদানের সময় সতর্কতা অবলম্বন করা।

আরো পড়ুনঃ-

১। লিউকেমিয়া কি? লিউকেমিয়া কেন হয়? What is Leukemia in Bengali?

২। ব্রংকাইটিস (Bronchitis) কাকে বলে? ব্রংকাইটিস এর লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ।

৩। অ্যানথ্রাক্স বা তড়কা রোগ কি? এ রোগের উৎস, বিস্তার লক্ষণ এবং প্রতিরোধ।

৪। উচ্চ রক্তচাপ কাকে বলে? উচ্চ রক্তচাপের কারণ ও লক্ষণ কি?

৫। কলেরা (Cholera) কি? কলেরার লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ।

৬। অ্যাজমা বলতে কি বুঝায়? এর লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ।

৭। জিকা ভাইরাস (Zika Virus) কি? এর লক্ষণ, নিবারণ এবং নিয়ন্ত্রণ।

৮। হার্ট অ্যাটাক বলতে কি বুঝ? হার্ট অ্যাটাকের কারণ ও প্রতিকার।

৯। এইডস (AIDS) কি? এইডস ছোঁয়াচে রোগ নয় কেন?

১০। এপিলেপসি কি? What is Epilepsy in Bengali?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button