এইচটিএমএল ব্যবহার করে কিভাবে ওয়েবপেজে টেবিল তৈরি করা যায়?
বিভিন্ন কাজের জন্য ওয়েব পেজে তথ্য উপস্থাপনের জন্য টেবিলের গুরুত্ব অপরিসীম। এছাড়া পুরো ওয়েব পেজকে কয়েকটি ভাগে ভাগ করে বিভিন্ন অংশে টেক্সট, ইমেজ ইত্যাদি স্থাপন করে একটি সুন্দর ওয়েব পেজ তৈরি করা যায়। যে সমস্ত উপাদান নিয়ে একটি টেবিল কাঠামো গড়ে ওঠে সেগুলো হলো- রো, কলাম, সেল। টেবিল তৈরির জন্যে <table> ট্যাগটি ব্যবহার করা হয়। এই <table> ট্যাগটি একটি Container ট্যাগ বিধায় এর Closing ট্যাগ </table> ও রয়েছে। <table> এবং </table> এ ট্যাগ দুটির মধ্যবর্তী স্থানে আরও কিছু ট্যাগ ব্যবহৃত হয়। যেমন: <Caption>…</Caption>, <TR>..</TR>, <TD>……</TD>, <TH>……</TH> ইত্যাদি।
<caption>: টেবিল টাইটেল বা লেবেল প্রদর্শনের জন্যে এটি ব্যবহৃত হয়। <table> ট্যাগ এর পরই টেবিলের Row ট্যাগের আগে <caption> ট্যাগটি ব্যবহৃত হয়। যদি টাইটেল লিখতে চাই তবে <table> ট্যাগটির পরেই <caption> ট্যাগটি লিখতে হবে।
<tr>: একটি টেবিল <tr> ট্যাগ দ্বারা Row বিভক্ত থাকে। টেবিলের Row বা সারি ধারণ করার জন্যে <tr>….</tr> ট্যাগটি ব্যবহৃত হয়।
<td>: প্রতিটি রো আবার <td> ট্যাগ দ্বারা ডেটা সেলসমূহ বিভক্ত থাকে। td এর মানে হলো Table Data যা একটি ডেটা সেলের কনটেন্ট।
<th>: টেবিলের মধ্যে হেডিং দেওয়ার জন্যে <th> ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে।