Windows ইউজাররা সাবধান! এই সফ্টওয়্যার ইস্যু থেকে হতে পারে সুরক্ষাজনিত বড় ক্ষতি
ঠিক কী ত্রুটি ধরা পড়েছে Windows Defender-এ?
অপারেটিং সিস্টেম হিসেবে বিশ্ববাজারে Windows (উইন্ডোজ)-এর বর্তমানে প্রায় ২৮% শেয়ার আছে। বেশির ভাগ কম্পিউটার ইউজারই নিজেদের সিস্টেমে Microsoft (মাইক্রোসফ্ট)-এর এই সফ্টওয়্যার ব্যবহার করেন। তবে আপনিও যদি Windows চালিত ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করেন, তাহলে এখনই সাবধান হন। আসলে সম্প্রতি ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা CERT-In (সিইআরটি-ইন) সমস্ত Windows ইউজারদের জন্য একটি বিশেষ সতর্কতা জারি করেছে। এক্ষেত্রে সংস্থাটি জানিয়েছে যে, Microsoft-এর তৈরি এই অপারেটিং সিস্টেমে গুরুতর রকমের সিকিউরিটি ভালনারেবিলিটি বা নিরাপত্তাজনিত ত্রুটির সন্ধান মিলেছে, যে কারণে Windows Defender (উইন্ডোজ ডিফেন্ডার)-এর রক্ষাকবজ কার্যকরী হচ্ছে না। তাই সুরক্ষিত থাকতে ইউজারদের অবিলম্বে তাদের ডিভাইস আপডেট করার নির্দেশ দিয়েছে CERT-In।
যারা জানেন না তাদের বলে রাখি যে, উইন্ডোজ ডিফেন্ডার হল এমন একটি প্রোগ্রাম যা মাইক্রোসফ্টের কিছু ভার্সনে উইন্ডোজকে ভাইরাস, ম্যালওয়্যারসহ যাবতীয় ক্ষতিকর জিনিসের হাত থেকে রক্ষা করে। কিন্তু বর্তমানে এতে এমন একটি ত্রুটির সন্ধান মিলেছে যার সুবাদে উইন্ডোজ ডিফেন্ডারের কার্যক্ষমতা সম্পূর্ণ বিফলে যাচ্ছে। এর ফলে খুব সহজেই ইউজারদের ডিভাইসে প্রবেশ করছে ক্ষতিকারক ম্যালওয়্যার ও ভাইরাস, সেইসাথে হ্যাকাররা অতি অনায়াসে গ্রাহকদের ডিভাইসের সম্পূর্ণ অ্যাক্সেস পেতে সক্ষম হচ্ছে। আর এর ফলস্বরপ ব্যবহারকারীদের যে কী মারাত্মক রকমের বিপদের সম্মুখীন হতে হবে, সে সম্পর্কে চলতি সময়ে কাউকে আর আলাদা করে কিছু বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই।
ঠিক কী ত্রুটি ধরা পড়েছে Windows Defender-এ?
বিশেষজ্ঞদের মতে, উইন্ডোজ ডিফেন্ডারের ক্রেডেনশিয়াল গার্ড কম্পোনেন্টে একটি বাগের সন্ধান পাওয়া গিয়েছে, আর এটিকে হাতিয়ার করেই হ্যাকাররা তাদের যাবতীয় অসৎ কার্যসিদ্ধি করতে সক্ষম হচ্ছে। এই জিরো-ডে ভালারেবিলিটির সহায়তায় সাইবার আক্রমণকারীরা অনুমোদিত ব্যবহারকারী হিসেবেই ইউজারদের ডিভাইসকে টার্গেট করে, যার ফলে তারা পুরো ডোমেইনের অ্যাক্সেস পেতে সক্ষম হয়। ফলে যে সমস্ত কোম্পানিতে পুরো সিস্টেমের সাথে সম্পর্কিত প্রতিটি মেশিন বা অ্যাকাউন্ট কন্ট্রোল করার জন্য ডোমেন ব্যবহৃত হয়, তাদের জন্য এই নিরাপত্তাজনক ত্রুটিটি যে চরম ক্ষতিকারক, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।
বহু আগেই মিলেছিল Windows-এর বাগের সন্ধান
গোটা বিশ্বের একাধিক বিশেষজ্ঞের গবেষণা অনুযায়ী, ২০২১ সালে সর্বপ্রথম এই সুরক্ষা ত্রুটিটির খোঁজ মিলেছিল। উল্লেখ্য, বর্তমানে প্রায় ১.৫ বিলিয়ন সক্রিয় Windows ব্যবহারকারী রয়েছে। এবং বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি আবিষ্কৃত এই ভালারেবিলিটি প্রায় ৪৩টি বিভিন্ন ভার্সনকে প্রভাবিত করেছে। তাই ইউজারদের অবশ্যই তাদের ডিভাইসটিকে লেটেস্ট ভার্সনে আপডেট করে নেওয়া একান্ত আবশ্যক।