Computer

উইন্ডোজ ১১ এর লকস্ক্রিন বাদ দেওয়ার নিয়ম

উইন্ডোজ ১১ এর লকস্ক্রিন কেনো ডিসেবল করবেন?

উইন্ডোজ ১১ এর লকস্ক্রিন দেখতে বেশ সুন্দর, এটি মূলত সিস্টেম এর গেটওয়ে হিসেবে কাজ করে। লকস্ক্রিনের পর আসে লগইন স্ক্রিন যেখানে পাসওয়ার্ড/পিন প্রদান করতে হয়। অনেকের এই উইন্ডোজ ১১ এর লকস্ক্রিন পছন্দ নয়, তারা চাইলে বেশ সহজে এই লক স্ক্রিন ডিসেবল করতে পারেন।

উইন্ডোজ ১১ এর লকস্ক্রিন কেনো ডিসেবল করবেন?

উইন্ডোজ কম্পিউটারে লগিন এর ক্ষেত্রে সর্বপ্রথম লকস্ক্রিন চলে আসে। লকস্ক্রিনে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারিখ, সময় ও অ্যাপ নোটিফিকেশন দেখানো হয়। এই লক স্ক্রিন ক্লিক করে তারপর যেতে হয় লগিন স্ক্রিনে। এটা কিছুটা সময় নিয়ে নেয়। তাই এই লকস্ক্রিন যদি আপনার কাছে বেদরকারি মনে হয়, তবে এটি বেশ সহজে ডিসেবল করতে পারবেন। লকস্ক্রিন ডিসেবল করে দিলে সরাসরি পিন/পাসওয়ার্ড স্ক্রিন দেখতে পাবেন। আবার পাবলিক কম্পিউটার এর ক্ষেত্রে লকস্ক্রিন-মুক্ত কম্পিউটার সেটাপ করতে পারবেন এই প্রক্রিয়া অনুসরণ করে।

লকস্ক্রিন রিমুভ করলে কিন্তু লগ-অন স্ক্রিন চলে যায়না। অর্থাৎ সিস্টেমে প্রবেশ করতে অবশ্যই পিন/পাসওয়ার্ড এর প্রয়োজন হবে। আপনি চাইলে দ্রুত অ্যাকসেস এর জন্য পিন/পাসওয়ার্ড বন্ধ করে দিতে পারেন, তবে এতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে।

উইন্ডোজ ১১ এর লকস্ক্রিন ডিসেবল করার নিয়ম

উইন্ডোজ ১১ এর লকস্ক্রিন ডিসেবল করার সুবিধা ও অসুবিধা সম্পর্কে তো জানা গেলো, এবার জানি চলুন উইন্ডোজ ১১ এর লকস্ক্রিন ডিসেবল করার সহজ কিছু নিয়ম।

গ্রুপ পলিসি এডিটর

উইন্ডোজ এডমিনিস্ট্রেশন টুল এর মধ্যে গ্রুপ পলিসি এডিটর একটি গুরুত্বপূর্ণ টুল। পাসওয়ার্ড রিকোয়ারমেন্টস, স্টার্টআপ প্রোগ্রামস ও অন্যান্য ফিচার এডজাস্ট করা যাবে এই টুল ব্যবহার করে। শুধুমাত্র উইন্ডোজ এর প্রফেশনাল, আল্টিমেট ও এন্টারপ্রাইজ এডিশনে এই টুল রয়েছে।

গ্রুপ পলিসি ব্যবহার করে উইন্ডোজ ১১ এর লকস্ক্রিন ডিসেবল করতেঃ

  • Windows Key + R Key একসাথে প্রেস করে Run কমান্ড বক্স ওপেন করুন
  • gpedit.msc টাইপ করুন ও এন্টার প্রেস করে গ্রুপ পলিসি এডিটরে প্রবেশ করুন
  • এবার বামদিকের সাইড প্যানেল থেকে Computer Configuration > Administrative Templates > Control Panel > Personalization সিলেক্ট করুন
  • এবার Do not display the lock screen অপশনে ডাবল ক্লিক করুন
  • নতুন উইন্ডোতে উক্ত অপশন ডিফল্টভাবে চালু দেখতে পাবেন, যার মানে হলো লকস্ক্রিন চালু রয়েছে
  • এবার Disabled বাটনে ক্লিক করে লকস্ক্রিন ডিসেবল করুন
  • Apply বাটনে ক্লিক করে OK সিলেক্ট করে সেটিংস সেভ করুন

এবার আপনার কম্পিউটার রিস্টার্ট করলে আর কোনো লকস্ক্রিন দেখতে পাবেন না। পাসওয়ার্ড থাকলে সোজা লগিন স্ক্রিন দেখতে পাবেন।

রেজিস্ট্রি এডিটর

রেজিস্ট্রি সেটিংস টুইক করেও উইন্ডোজ এর লকস্ক্রিন ডিসেবল করা যায়। রেজিস্ট্রি সেটিংস পরিবর্তন এর আগে যে রেজিস্ট্রি এডিট করছেন, সেটি এক্সপোর্ট করে কপি জমা রাখুন। এতে কোনো ধরনের সমস্যা হলে আগের রেজিস্ট্রি ব্যবহার করা যাবে। এবার চলুন জানি কিভাবে রেজিস্ট্রি এডিটর এর মাধ্যমে উইন্ডোজ ১১ এর লকস্ক্রিন ডিসেবল করবেন।

  • Windows Key + R Key একসাথে প্রেস করে Run কমান্ড বক্স ওপেন করুন
  • regedit লিখুন ও এন্টার প্রেস করে রেজিস্ট্রি এডিটরে প্রবেশ করুন
  • রেজিস্ট্রি এডিটর এর এড্রেস বারে নিচের ডিরেক্টরি শর্টকাট কপি করে পেস্ট করুন
Computer\HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Policies\Microsoft\Windows
  • এবার বামদিকের প্যানেল থেকে Windows key এর উপর রাইট-ক্লিক করুন
  • প্রথমে New ও এরপর Key সিলেক্ট করুন, এর নাম দিন Personalization
  • এবার Personalization এ ডাবল ক্লিক করুন ও New > DWORD (32-bit) সিলেক্ট করুন, এটির নাম সেট করুন NoLockScreen
  • এবার NoLockScreen ভ্যালুতে ডাবল ক্লিক করুন ও Value Data সেট করুন 1
  • OK তে ক্লিক করে সেভ করুন

এবার কম্পিউটার রিস্টার্ট করুন, আর কোনো লকস্ক্রিন দেখতে পাবেন না।

Winaero Tweaker

Winaero Tweaker নামের একটি থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করে খুব সহজে লকস্ক্রিন সেটিংস টুইক করতে পারবেন। এটি মূলত একটি অ্যাপ যার মাধ্যমে সহজ ইন্টারফেস থেকে বিভিন্ন উইন্ডোজ সেটিংস পরিবর্তন করা যায়। অ্যাপটি দ্বারা লকস্ক্রিন ডিসেবল করতেঃ

  • এই লিংকে ক্লিক করে Winaero Tweaker থার্ড-পার্টি অ্যাপটি ডাউনলোড করুন
  • এবার অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন
  • বামদিকের মেন্যু থেকে Boot > Logon অপশনে প্রবেশ করুন
  •  Boot and Logon স্ক্রিনে থাকা Disable Lock Screen অপশন খুঁজে নিন ও চেকবক্সে ক্লিক করুন
  • এবার কম্পিউটার রিস্টার্ট করলে আর লকস্ক্রিন দেখতে পাবেন না

আপনি কি আপনার কম্পিউটারে লক স্ক্রিন চালু রেখেছেন? নাকি বন্ধ করেছেন? আপনার মতামত কমেন্টে জানান!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button