RAM কিভাবে কাজ করে? RAM কি?
আমরা যখন কোনও মোবাইল বা ল্যাপটপ কিনি প্রথম জিনিসটি আমরা দেখি যে সেখানে কত জিবি RAM রয়েছে। যত বেশি RAM থাকবে তত ভাল সবাই জানেন তবে অনেকেই জানেন না যে RAM কীভাবে কাজ করে। আজ আমরা শিখব কিভাবে মোবাইল বা কম্পিউটারে RAM কাজ করে। বর্তমানে প্রায় প্রত্যেকেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করেন। এই প্রযুক্তির সময় কিছু প্রাথমিক জিনিস জানা সবার পক্ষে ভাল। কম্পিউটার, মোবাইল সহ আরও অনেক ডিভাইসে RAM ব্যবহৃত হয় তবে RAM মোবাইল বা কম্পিউটারের একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান।
RAM সম্পূর্ণ ফর্ম ( Random Access Memory ) RAM সাধারণত মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। এটি ( super-fast ) অস্থায়ী মেমরি যা কম্পিউটার, মোবাইল বন্ধ করা বা স্যুইচ অফ করা হলে এতে থাকা সমস্ত তথ্য মুছে যায়। আপনি কম্পিউটারে BIOS (output system) এর সাহায্যে RAM সঞ্চিত ডেটা পরীক্ষা করতে পারেন। আসুন দেখি RAM কীভাবে কাজ করে।
RAM কিভাবে কাজ করে ?
ধরুন আপনি অফিসে আপনার ডেস্কে বসে আছেন এবং আপনার কিছু করার জন্য একটি ফাইলের দরকার তবে সেই ফাইলটি অন্য ঘরে রয়েছে। আপনি যখন কাজ শুরু করবেন আপনাকে ফাইলটি আনতে সেই ঘরে যেতে হবে এবং আনার পরে আপনি এটি টেবিলের উপর রেখে কাজ করছেন। অন্য ঘরে যেখানে ফাইল গুলো মুজুত রয়েছে সেটা ধরুন মোবাইলের ইন্টারনাল মেমরি বা কম্পিউটার হার্ডডিস্ক যেখানে আপনার সব অ্যাপ্লিকেশন এবং ফাইল মজুত থাকে বা স্টোর থাকে। আপনি যে টেবিলটিতে কাজ করছেন তা হলো RAM ।RAM কাজ হলো আপনার ইচ্ছামত অ্যাপ্লিকেশন বা ফাইলটি চালানো বা আপনার দিকনির্দেশের অভ্যন্তরীণ মেমরি বা হার্ড ডিস্ক থেকে আপনি যা চান এমন সমস্ত ফাইল বা সফ্টওয়্যার একসাথে চালানো। আপনার যত বেশি RAM রয়েছে তত বেশি ফাইল বা বড় অ্যাপ্লিকেশন আপনি লোড করতে পারবেন