Technology

তিন ন্যানোমিটারের চিপ বিক্রি শুরু স্যামসাংয়ের

বিশ্বের সর্বাধুনিক ৩-ন্যানোমিটার প্রযুক্তির চিপ বিক্রি শুরু করেছে স্যামসাং

বিশ্বের সর্বাধুনিক ৩-ন্যানোমিটার প্রযুক্তির চিপ বিক্রি শুরু করেছে স্যামসাং। নতুন চিপটি ডিভাইসের বিদ্যুৎ সাশ্রয় করবে এবং পারফরম্যান্স বাড়াবে বলে আশাবাদ দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির।

গতকাল দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের হায়াসিয়ং চিপ নির্মাণ কমপ্লেক্স থেকে প্রথম ব্যাচের ৩-ন্যানোমিটার চিপ বিক্রির জন্য মালবাহী ট্রাকে ভরা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানি ও সরকারের শতাধিক কর্মী।

তাইওয়ানভিত্তিক চিপ নির্মাতা জায়ান্ট টিএসএমসির সঙ্গে টেক্কা দেয়ার ক্ষেত্রে ৩-ন্যানোমিটারের চিপকে স্যামসাংয়ের গোপন অস্ত্র গণ্য করা হচ্ছিল। ২০ শতাংশ বাজার হিস্যা নিয়ে ফাউন্ড্রি বাজারে দ্বিতীয় স্থান স্যামসাংয়ের। কিন্তু অগ্রসর চিপে একচ্ছত্র আধিপত্যের মাধ্যমে টিএসএমসির বৈশ্বিক বাজার হিস্যা ৫০ শতাংশেরও বেশি।

বর্তমানে প্রচলিত ৫-ন্যানোমিটার প্রযুক্তির চেয়ে ৩-ন্যানোমিটার প্রযুক্তিতে ট্রানজিস্টর ঘনত্ব বেশি। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডাটা ও স্বচালিত গাড়ির জন্য নির্মিত এ চিপে কম জ্বালানি ব্যয় হবে।

২০১৭ সাল থেকে ৩-ন্যানোমিটার চিপ নিয়ে গবেষণা শুরু করে স্যামসাং। গত মাসে আনুষ্ঠানিকভাবে স্যামসাং জানায়, তারা চিপ নির্মাণ শুরু করেছে। প্রথম কোম্পানি হিসেবে গতকাল থেকে ৩-ন্যানোমিটার চিপ বিক্রি শুরু করল দক্ষিণ কোরীয় কোম্পানিটি।

স্যামসাংয়ের চিপ বিজনেস ডিভিশনের সিইও কিয়ুং কাই-হাইয়ুন বলেন, স্যামসাংয়ের ফাউন্ড্রি ব্যবসায় একটি মাইলফলক ৩-ন্যানোমিটারের চিপ উৎপাদন।

স্যামসাংয়ের দাবি, বর্তমানে প্রচলিত ৫-ন্যানোমিটার প্রসেসরের চেয়ে তাদের প্রথম প্রজন্মের ৩-ন্যানোমিটার চিপ জ্বালানি ব্যয় ৪৫ শতাংশ কমাচ্ছে এবং পারফরম্যান্স বাড়াচ্ছে ২৩ শতাংশ। দ্বিতীয় প্রজন্মের চিপে জ্বালানি ব্যয় অর্ধেক কমিয়ে আনা যাবে এবং পারফরম্যান্স ৩০ শতাংশ বাড়ানো যাবে বলে আশা করছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button