Facebook কি? Facebook ব্যবহারের সুবিধা ও অসুবিধা কি?
Facebook হলো ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগের একটি ওয়েব সাইট। ২০০৪ সালে মার্ক জুকারবার্গ এটি প্রতিষ্ঠা করেন। এর ওয়েব এড্রেস হলো- www.facebook.com
Facebook এর সুবিধা
১. অতি অল্প সময়ে দূর-দূরান্তে অবস্থিত কারো সাথে যোগাযোগ করা যায়।
২. একই সময়ে একাধিক ব্যক্তির সাথে নিরবচ্ছিন্নভাবে যোগাযোগ রাখা যায়।
৩. ছবি এবং টেক্সট ডকুমেন্ট আপলোড ও ডাউনলোড করা যায়।
৪. কারো কেবলমাত্র নাম জানা থাকলেই তার কাছে Request পাঠিয়ে বন্ধুত্ব করা যায়।
Facebook এর অসুবিধা
১. ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
২. ভূয়া তথ্য দিয়েও Facebook একাউন্ট তৈরি করা যায়।
৩. অতিমাত্রায় Facebook ব্যবহারের ফলে লেখাপড়া, ঘুম ও অন্যান্য দৈনন্দিন কাজ কর্মের ব্যাঘাত ঘটে যা Facebook ম্যানিয়া নামে পরিচিত।
৪. Facebook এর মাধ্যমে Cyber Crime হতে পারে।