Uncategorized

গুগলের ডেটা সেন্টারে বিস্ফোরণ একাধিক কর্মী দগ্ধ

মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের কাউন্সিল ব্লাফসে গুগলের ডাটা সেন্টারে বৈদ্যুতিক বিস্ফোরণ ঘটেছে

মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের কাউন্সিল ব্লাফসে গুগলের ডাটা সেন্টারে বৈদ্যুতিক বিস্ফোরণ ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন তিন ইলেকট্রিশিয়ান। এ সময় বিশ্বব্যাপী গুগলের সেবা ব্যবহারে সমস্যা সৃষ্টি হয়। স্থানীয় পুলিশ ও গুগল নিউজ তথ্যটি নিশ্চিত করেছে।

বিস্ফোরণের ফলে গুগলের সার্চ ইঞ্জিনসহ জিমেইল, ইউটিউব, গুগল ম্যাপের মতো জনপ্রিয় পরিষেবা বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৭ মিনিটে এই সমস্যা শুরু হয়। প্রায় ৫৫ মিনিট পর গুগলের সকল সেবা স্বাভাবিক হতে থাকে।

জানা গেছে, গুগলের ডেটা সেন্টারের শর্ট সার্কিটের কারণে এই বিপত্তি দেখা দেয়। এই ঘটনায় ৩ কর্মী আহত হয়েছেন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডেটা সেন্টারের কাছে একটি সাব স্টেশনে কাজ করছিলেন তারা। সেই সময় ইলেকট্রিক লাইনে বিশাল বিস্ফোরণ ঘটে।

গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, ডেটা সেন্টারে কর্মীদের আহত হওয়ার খবর পেয়েছি। তাদের চিকিৎসা শুরু হয়েছে। কর্মীদের স্বাস্থ্যের সুরক্ষার ব্যাপারটা আমরা প্রাধান্য দিয়ে থাকি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য প্রশাসনের সাহায্য নিচ্ছি। আহতদের সব রকম সাহায্য করা হবে।

গুগলের একাধিক পরিষেবা বন্ধ হওয়ার পরপরই টুইটারে অভিযোগ জানতে শুরু করেন গ্রাহকরা। পুরো বিশ্ব থেকেই এই অভিযোগ আসতে শুরু করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button