Technology

১৮ হাজার টাকায় ৫০ ইঞ্চি ডিসপ্লের স্মার্ট টিভি

১৮ হাজার টাকায় ৫০ ইঞ্চি ডিসপ্লের স্মার্ট টিভি

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। মূলত স্মার্টফোনের জন্যই গ্রাহকদের কাছে এ প্রতিষ্ঠানের খ্যাতি রয়েছে। পাশাপাশি আরও কিছু প্রযুক্তি পণ্য নির্মাণ করে থাকে। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের জন্য বাজারে উন্মোচন করেছে ৫০ ইঞ্চি ডিসপ্লের স্মার্ট টিভি। মডেলের নাম অপো কেনাইনএক্স। এর আগে একই সিরিজের ৬৫ ইঞ্চি ডিসপ্লের স্মার্ট টিভি এনেছিল অপো।

অপো কেনাইনএক্স স্মার্ট টিভিতে রয়েছে একটি এলইডি-ব্যাকলিট প্যানেলসহ ৫০ ইঞ্চির স্ক্রিন। থাকছে ফুল ৪কে রেজোলিউশন। চোখের ওপর চাপ কমানোর জন্য রয়েছে ১০ দশমিক ৭ বিলিয়ন কালার এবং ব্লু-লাইট রিডিউসিং।

রয়েছে ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি ইন বিল্ট স্টোরেজ। পারফর্মেন্সের জন্য থাকছে কোয়াড-কোর মিডিয়াটেক চিপসেট। আছে ২০ ওয়াট পাওয়ার রেটিংসহ দুটি স্পিকার।

ওয়াই-ফাইয়ের পাশাপাশি ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ডিভাইসটি নিয়ন্ত্রণের সুযোগ থাকছে। রয়েছে লেটেস্ট কালার ওএস।

অপোর এই স্মার্ট টিভিটি শুধুমাত্র চীনের বাজারেই উন্মোচন করা হয়েছে। কবে নাগাদ অন্যান্য দেশে সরবরাহ করা হবে তা জানা সম্ভব হয়নি। এর দাম নির্ধারণ করা হয়েছে ১২৯৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ টাকার টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button