অনলাইনে জুয়া : সাকিবের সাথে কঠিন টি-স্পোর্টসের সাথে নরম
ভারতীয় বেটিং কোম্পানির স্পোর্টস সাইটের বিজ্ঞাপন চালাচ্ছে স্যাটেলাইট টিভি টি-স্পোর্টস
ভারতীয় বেটিং কোম্পানির স্পোর্টস সাইটের বিজ্ঞাপন চালাচ্ছে স্যাটেলাইট টিভি টি-স্পোর্টস । বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি২০ ও ওয়ানডে সরাসরি লাইভ দেখাছে দেশের একমাত্র ও বসুন্ধরা গ্রুপের স্পোর্টস স্যাটেলাইট টিভি টি-স্পোর্টস । দেশের আইনে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংবিধানে বিষয়টি নিষিদ্ধ থাকার পরও কিভাবে বেটিং কোম্পানির সাইটের বিজ্ঞাপন চালাচ্ছে স্যাটেলাইট টিভি টি-স্পোর্টস ।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি২০ ও ওয়ানডে সরাসরি ম্যাচ চলাকালীন 1xbetbd, bajilive.bd, bajilive.net এর বিজ্ঞাপন ও টিভিসি বিজ্ঞাপন দেখা যায়।
ক্রীড়াপ্রেমী ইসমাইল হোসেন বলেন, বসুন্ধরা গ্রুপের পেশি শক্তির প্রভাবে সংবিধানিক ভাবে বেটিং নিষিদ্ধ থাকার পরও তারা বিজ্ঞাপন চালাতে পারছে । সাকিব আল হাসান বেটিং কোম্পানির শুভেচ্ছা দূত হয়ে সমালোচনার মুখে পড়েছেন। বেটিং সংক্রান্ত কোনো বিষয়ে বিসিবি কোনো ছাড় দেবে না হলে জানিয়ে দিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান । এ বিষয়ে বিসিবি সব সময় জিরো টলারেন্স । তাহলে লাইভ প্রচারে সত্তাধিকারি নেওয়া স্যাটেলাইট টিভি টি-স্পোর্টস এর বিষয়ে কেন নিরব বিসিবি ।
দেশের প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছে, সঠিক নজরদারি না থাকায় অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিদিনই কোটি টাকা পাচার হচ্ছে দেশের বাহিরে। এতে রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বিপথে যাচ্ছেন তরুণ ও যুবকরা। তাই নিরাপত্তা সংস্থাগুলোকে এক্ষেত্রে সঠিক নজরদারি রাখতে হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশে অনলাইনে জুয়া খেলার প্রবণতা বাড়ছে জানিয়ে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গত ২৪ জুলাই জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এ বিষয়ে তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা বলেন, নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর উদাসীনতার ফলে ক্রমেই উদ্বেগজনক হারে বাড়ছে অনলাইন জুয়ার আসক্তি। এতে একদিকে অর্থপাচারের কারণে রাষ্ট্রীয় ক্ষতি হচ্ছে, অন্যদিকে তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে। তাই নিরাপত্তা সংশ্লিষ্টদের আরও সতর্ক হয়ে মনিটরিং করে এটি বন্ধ করা উচিত।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, অনলাইন জুয়া থেকে প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। সে হিসেবে বছরে হাজার কোটি টাকার বেশি অর্থ পাচার হচ্ছে। যার বড় একটি অংশ হুন্ডির মাধ্যমে যাচ্ছে। পাঁচ মাস আগে গত ১৯ ফেব্রুয়ারি অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে যুক্ত আন্তর্জাতিক চক্রের দুই এজেন্টসহ তিনজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। শুধুমাত্র এই চক্রটিই গত এক বছরে চক্রটি অনলাইন জুয়ার মাধ্যমে পাওয়া ২০-৩০ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা রাশিয়া, মালয়েশিয়া ও ভারত থেকে এসব জুয়ার সাইট পরিচালিত করে আসছিল।
অনুসন্ধানে জানা গেছে, অনলাইনে জুয়া খেলা পরিচালনার জন্য বেট ৩৬৫ ডটকম, প্লেবেট ৩৬৫ ডটকম, বিডিটি ১০ ডটকম, উইনস ৬৫ ডটকম ও বেটস্কোর ২৪ ডটকমসহ অন্তত এরকম অর্ধশতাধিক বেটিং সাইট চালু রয়েছে দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মে। এসব অনলাইন জুয়ার সাইটের তথ্য পেয়ে বিটিআরসি মাঝে মধ্যেই তা বন্ধ করে দিলেও বিকল্প ডোমেইনে ফের ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে পড়ছে সাইটগুলো। আবার বিটিআরসি থেকে ব্লক করা সাইটে জুয়া খেলতে ভিপিএনের সাহায্যও নিচ্ছে ব্যবহারকারীরা। শুধু তাই নয় কোনো কোনো জুয়ার সাইট অ্যাপস হিসেবে প্লে স্টোরেই পাওয়া যাচ্ছে। স্থায়ীভাবে সাইটগুলো বন্ধ না হওয়ায় জুয়া খেলায় তেমন প্রভাব পড়ছে না খেলোয়ারদের।
১৮৬৭ সালে প্রণীত পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট অনুযায়ী, বাংলাদেশে জুয়া নিষিদ্ধ। টি-স্পোর্টস বেটিং কোম্পানির বা অনলাইন জুয়ার বিজ্ঞাপন চালাচ্ছে । নামে স্পোর্টস নিউজ ওয়েবসাইট হলেও তাদের আয়ের মূল উৎস অনলাইন বেটিং। প্রতিদিন হাজারের বেশি লাইভ ইভেন্ট চলে তাদের সাইটে। তথ্যগুলো আমাকে বাইরে থেকেই জানতে হলো, কারণ, বাংলাদেশ থেকে ওয়েবসাইটটায় ঢোকাই বারণ।