চিপ উৎপাদনে আরো প্রতিযোগিতার মুখে স্যামসাং
মিডিয়াটেকের চিপ উৎপাদনের ঘোষণা দিয়েছে ইন্টেল
সম্প্রতি বিশ্বের অন্যতম প্রযুক্তিপ্রতিষ্ঠান মিডিয়াটেকের চিপ উৎপাদনের ঘোষণা দিয়েছে ইন্টেল। এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং আরো প্রতিযোগিতার সম্মুখীন হতে যাচ্ছে। খবর স্যাম মোবাইল।
স্যামসাং ফাউন্ড্রি হলো বিশ্বের দ্বিতীয় বৃহৎ চুক্তিভিত্তিক চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। যদিও কোম্পানিটি তার প্রাথমিক প্রতিদ্বন্দ্বী টিএসএমসিকে পরাজিত করতে শত শত কোটি ডলার খরচ করছে। প্রতিযোগিতার নতুন অংশে ইন্টেলের আধুনিক প্রযুক্তি ও চিপ নকশার মাধ্যমে পরবর্তী প্রজন্মের চিপ তৈরি করবে মিডিয়াটেক। গত বছর অন্য প্রতিষ্ঠানের জন্যও ফাউন্ড্রি সার্ভিস চালু করেছে ইন্টেল।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, সম্প্রতি ইন্টেল ঘোষণা দিয়েছে তারা শিগগিরই মিডিয়াটেকের জন্য চিপ উৎপাদন করবে। তবে কোন ধরনের চিপ উৎপাদন করবে অথবা কোন প্রসেস নোড ব্যবহার করা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।