ওয়েবসাইট

৪০৪ এরর (404 Error) কি?

৪০৪ এরর হলাে একটি ওয়েব সাইটের কমন মেসেজ যেটা নির্দেশ করে ওয়েব পেজটি পাওয়া যায় নি। ৪০৪ এরর বলতে বােঝায় যে, সার্ভারটি চলমান কিন্তু ওয়েব পেজটি বা ওয়েবপেজে যাওয়ার পথটি বৈধ নয়। ৪০৪ বলার কারণ WWW এর প্রথম ডাটাবেজ বসানাে হয় সুইজারল্যান্ডের একটি অফিসের চারতলার ৪০৪ নাম্বার রুমে। সেখানে ফাইল আদান-প্রদানের সময় ভুল থাকলে ‘৪০৪: পাওয়া যায়নি’ এই মেসেজ লেখা হত। সেখান হতে আসা শব্দটি দ্বারা এখন ওয়েব সার্ভারপেজ পাওয়া না গেলে ৪০৪ এরর দেখানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button