প্রশ্ন ও উত্তর

স্ক্যানার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (Scanner related Question and Answer)

স্ক্যানার কি? (What is a Scanner?)

উত্তরঃ স্ক্যানার হলো কম্পিউটার প্রযুক্তির একটি আধুনিক ইনপুট ডিভাইস। এর সাহায্যে ছবি, লেখা, ডিজাইন ইত্যাদি কম্পিউটারে সরাসরি ইনপুট দেওয়া যায় যার প্রতিচ্ছবি মনিটরে দেখা যায়। স্ক্যানারের সাহায্যে ইনপুট দেওয়া ছবি বা ডিজাইনে প্রয়োজনীয় বিভিন্ন রকম কাজ করা যায়। সাধারণত, অফিসের কাজে স্ক্যানার সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।

স্ক্যানার কীভাবে কাজ করে? (How does a scanner work?)

উত্তরঃ যে কাগজ বা বস্তুটি স্ক্যানারের ভেতরে দেয়া হয় তার উপর আলো পড়লে ছবি একাধিক দর্পণ হয়ে লেন্সে গিয়ে পড়ে। লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার পর আলো তিনটি মৌলিক রং এ ভেঙে গিয়ে ফিল্টারের মধ্য দিয়ে CCD এর উপর পড়ে। CCD সেই আলো অনুযায়ী বিদ্যুৎ সংকেত তৈরি করে। এরপর ল্যাম্প সমেত স্ক্যান হেডটি খুব আস্তে আস্তে উপর থেকে নিচে নামতে থাকে এবং একের পর এক লাইন স্ক্যান হতে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button