তথ্য প্রযুক্তি
সাবমেরিন ক্যাবল (Submarine cable) কি? সাবমেরিন ক্যাবলের বৈশিষ্ট্য
সাবমেরিন ক্যাবল হলাে এক ধরনের ক্যাবল ব্যবস্থাপনা। মূলত এটি হলাে অপটিক্যাল ফাইবারের বৃহদাকার সংযােগ, যা সমুদ্র তলদেশে ক্যাবল বা তারের মাধ্যমে বিভিন্ন দেশ ও মহাদেশের টেলিকমিউনিকেশনের মধ্যে সংযােগ স্থাপন করে। সমুদ্রের তলদেশে স্থাপিত হওয়ায় এর নামকরণ করা হয়েছে সাবমেরিন ক্যাবল।
সাবমেরিন ক্যাবলের বৈশিষ্ট্য
- এর মাধ্যমে অত্যন্ত দ্রুতগতিতে ও অবিকৃতভাবে তথ্য সম্প্রচার সম্ভব।
- এর মাধ্যমে দুই দেশের ল্যান্ডিং স্টেশনের মধ্যে সংযোগ স্থাপন করা যায়।
- এটি আন্তর্জাতিক Telecommunication ব্যবস্থার মেরুদন্ড হিসেবে কাজ করে।
- এর সাহায্যে Internet ব্যবস্থা গড়ে তোলা যায়।
- এটি পরিবেশ বান্ধব প্রযুক্তি।