ষষ্ঠ অধ্যায় : ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা, অষ্টম শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
প্রশ্ন-১। নৈতিক শিক্ষা কাকে বলে?
উত্তর : নীতি সম্পর্কিত শিক্ষাকে নৈতিক বা নীতিশিক্ষা বলে।
প্রশ্ন-২। দেশপ্রেম কাকে বলে?
উত্তর : দেশপ্রেম বলতে বোঝায় দেশের প্রতি ভালোবাসা ও মমত্ববোধকে।
প্রশ্ন-৩। দেশপ্রেম কীসের অঙ্গ?
উত্তর : দেশপ্রেম ধর্মের অঙ্গ।
প্রশ্ন-৪। দেশপ্রেমের প্রধান উৎস কী?
উত্তর : স্বাধীন চিন্তা ও জাতীয়তাবোধ দেশপ্রেমের প্রধান উৎস।
প্রশ্ন-৫। দেশের মর্যাদা রক্ষার নিমিত্তে যুদ্ধ করে শহিদ হলে কোন স্বর্গ লাভ হয়?
উত্তর : দেশের মর্যাদা রক্ষার নিমিত্তে যুদ্ধ করে শহিদ হলে অক্ষয় স্বর্গ লাভ হয়।
প্রশ্ন-৬। ‘জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী’— কথাটির অর্থ কী?
উত্তর : কথাটির অর্থ হলো— জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও বড়।
প্রশ্ন-৭। জনা, বিদুলা ও কার্তবীর্যার্জুন কোন যুগে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন?
উত্তর : জনা, বিদুলা ও কার্তবীর্যার্জুন পৌরাণিক যুগে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন।
প্রশ্ন-৮। কার্তবীর্যার্জুন কোন বংশীয় রাজা ছিলেন?
উত্তর : চন্দ্রবংশীয় রাজা ছিলেন কার্তবীর্যার্জুন।
প্রশ্ন-৯। হিরণ্যধনু কাদের রাজা ছিলেন?
উত্তর : হিরণ্যধনু নিষাদদের রাজা ছিলেন।
প্রশ্ন-১০। সম্পর্কে রাবণ পুলস্ত্যের কে হন?
উত্তর : সম্পর্কে রাবণ পুলস্ত্যের নাতি।
প্রশ্ন-১১। লঙ্কার রাজা কে?
উত্তর : রাবণ।
আরো পড়ুনঃ-
১। পঞ্চম অধ্যায় : দেব-দেবী ও পূজা-পার্বণ অষ্টম শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
২। ষষ্ঠ অধ্যায় : ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা, অষ্টম শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা