ম্যাসেজের মাধ্যমে কেউ মিথ্যা কথা বলছে কিনা বুঝবেন কীভাবে ?
ম্যাসেজের মাধ্যমে একে অপরের খবর পাওয়া যায় ঠিকই কিন্তু কেও যদি কোনও মিথ্যা কথা বলে সেটা বোঝাও কিন্তু বেশ মুশকিল তবে কেও যদি ম্যাসেজের মাধ্যমে আপনাকে ঠকাতে চায় তার কতগুলো বিশেষ লক্ষণ রয়েছে
আজকের দিনে একে অপরের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ম্যাসেজ| আর মোবাইল ফোনের মাধ্যমেই ম্যাসেজ আদান প্রদান প্রক্রিয়া বেশ জনপ্রিয় হয়ে উঠেছে| একদিকে ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ যেমন সহজ হয়ে উঠেছে তেমনই রয়েছে বেশ কিছু সীমাবদ্ধতাও| কথায় বলে, নিয়ম বা সুবিধা যেমন পাওয়া যায় তেমনই সেখানে কিছু ফাঁকও থাকে| এক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম কিছু নেই| ম্যাসেজের মাধ্যমে একে অপরের খবর পাওয়া যায় ঠিকই কিন্তু কেও যদি কোনও মিথ্যা কথা বলে সেটা বোঝাও কিন্তু বেশ মুশকিল| তবে কেও যদি ম্যাসেজের মাধ্যমে আপনাকে ঠকাতে চায় তার কতগুলো বিশেষ লক্ষণ রয়েছে
আপনার কী মনে হচ্ছে মোবাইল ফোনের ওপার থেকে কেও আপনাকে ফাঁকি দিচ্ছে বা মিথ্যা কথা বলছে| তাঁর কথার ভাঁজে সন্দেহ তৈরি হচ্ছে..এই অস্বস্তি থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য রয়েছে বিশেষ কয়েকটি টিপস| আসুন জেনে নেওয়া যাক আপনি কোন কোন বিষয়কে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনাকে ভুল বোঝানো হচ্ছে বা মিথ্যা বলা হচ্ছে|
যে লক্ষণ গুলো দেখে বুঝবেন আপনাকে মিথ্যা বলা হচ্ছে, সেগুলোর মধ্যে প্রথম লক্ষণটি হল কথার মধ্যে অস্পষ্টতা| অনেকেই কিন্তু অর্ধেক সত্যির সঙ্গে অর্ধেক মিথ্যা মিশিয়ে বলে থাকেন। সেক্ষেত্রে বিষয়টি বুঝতে পারা বেশ কিছুটা কঠিন হয়ে যায়। কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে তাঁর ম্যাসেজগুলো পড়েন, তখন অসঙ্গতিগুলো অবশ্যই ধরতে পারবেন।
দ্বিতীয় যে জিনিসটা দেখে বুঝতে পারবেন আপনাকে মিথ্যা বলা হচ্ছে সেটি হল দেরিতে উত্তর দেওয়া| হয়তো আপনি এমন কোনও বিষয় জিজ্ঞাসা করলেন যেটির উত্তর দেওয়ার জন্য খুব একটা সময়ের দরকার হয় না বা চিন্তা করার প্রয়োজন হয় না কিন্তু সে অনেকটা সময় পরে উত্তর দিচ্ছে| অথচ তার আগের মুহুর্ত অভধি কিন্তু ঝটপট উত্তর পাওয়া যাচ্ছিল| এর থেকেই বুঝবেন যে আপনাকে নিশ্চই মিথ্যা কথা বলার চেষ্টা করা হচ্ছে|
আপনি আরও একটি পদ্ধতিতে সত্যি মিথ্যা যাচাই করতে পারবেন| প্রসঙ্গত কেউ কেউ খুবই চমকপ্রদভাবে আপনার সামনে গল্প সাজিয়ে পরিবেশন করবেন। অথচ সেই গল্পের পিছনে কোনও জটিল কারণও থাকে না। এই ধরনের মানুষেরা আসলে প্যাথলজিক্যাল মিথ্যাবাদী। তাঁদের বলা মিথ্যা কথা ধরতে চাইলে এলোমেলো প্রশ্ন জিজ্ঞাসা করুন| সেই সময় তাঁরা কিন্তু সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারবে না।
আপনি যখন মেসেজে তার কাছে কিছু জানতে চাইছেন কিন্তু সে উত্তর না দিয়ে এড়িয়ে যাচ্ছে| আর এই এড়িয়ে যাওয়াটাই হল আপনাকে ঠকানোর বা মিথ্যা কথা বলার অন্যতম লক্ষণ| এক্ষেত্রে সেই ব্যক্তি প্রশ্নের একটি অংশের উত্তর দেবে এবং অন্য অংশটির এমন কোনও উত্তর দেবে যা মোটেই সত্যি নয়। এতে আপনাকে বিভ্রান্ত করাও অনেক সহজ হয়ে যাবে|
ইমোজির ব্যবহার আজকাল খুবই জনপ্রিয় হয়ে উঠেছে| এদিকে আবার এই ইমোজি ব্যবহার করেই আপনাকে ঠকানো হচ্ছে| আপনি হয়তো বিস্তারিত কিছু জানতে চেয়ে ম্যাসেজ করেছেন কিন্তু সে কোনও না কোনও ইমোজি দিয়ে ক্রমাগত উত্তর দিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বুঝতে হবে সেই ব্যক্তি আপনার নির্দিষ্ট প্রশ্নটি এড়িয়ে যাচ্ছেন।