মাদারবোর্ড কি? What is Motherboard in Bengali/Bangla?
মাদারবোর্ড হলো প্রয়োজনীয় সকল যন্ত্রাংশের সংযোগস্থল। কম্পিউটার সিস্টেমের সকল উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে সবচেয়ে বড় সার্কিটবোর্ডের সাথে যুক্ত থাকে, তাকে মাদারবোর্ড বলা হয়। একে সিস্টেম বোর্ড (System Board) ও বলা হয়। মাদারবোর্ড মূলত একটি প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি (Printed Circuit Board) যাতে বিভিন্ন ধরনের কানেক্টর এবং এক্সপানশন পট থাকে। মাদারবোর্ডের মাধ্যমে প্রসেসরের সাথে কম্পিউটারের অন্যান্য উপাদানসমূহ যেমন- মেমোরি ও স্টোরেজ, পাওয়ার সাপ্লাই ইউনিট, হার্ডডিস্ক ড্রাইভ, ডিভিডি ড্রাইভ, ভিডিও কার্ড, সাউন্ড কার্ডসহ অন্যান্য ইনপুট ও আউটপুট ডিভাইসসমূহ যুক্ত থাকে। মেমোরি লাগানোর জন্য যে স্লট থাকে, তাকে বলে DIMM (Single In-line Memory Module) DIMM (Dual In-line Memory Module)। বাজারে Intel, ASUS, GIGABYTE, MSI, ফক্সকন ইত্যাদি ব্রান্ডের মাদারবোর্ড পাওয়া যায়।
মাদারবোর্ডে সাধারণত যেসব অংশ থাকে সেগুলোর মধ্যে রয়েছেঃ
১. সিপিইউ সকেট
২. সিপিইউ ফ্যান ও হিটসিঙ্ক মাউন্ট
৩. সিপিইউ ফ্যান কানেক্টর
৪. ডিআইএমএম (DIMM) মেমোরি স্লট
৫. সুপার আইও চিপ
৬. ২৪-পিন এটিএক্স পাওয়ার কানেক্টর
৭. ফ্লপি ড্রাইভ কানেক্টর
৮. আইডিই কানেক্টর (এক্স২)
৯. সাটা কানেক্টর (এক্স৪)
১০. পিএলসিসি সকেটের মধ্যে বায়োস ফ্ল্যাশ চিপ
১১. সাউথব্রিজ (হিটসিঙ্কসহ)
১২. সিমস ব্যাকআপ ব্যাটারি
১৩. ইন্ট্রিগ্রেটেড গ্রাফিক্স প্রসেসর
১৪. পিসিআই স্লট (এক্স৩)
১৫. ইন্ট্রিগ্রেটেড অডিও কোডেক চিপ
১৬. ইন্ট্রিগ্রেটেড গিগাবাইট ইথারনেট চিপ
১৭. পিসিআই এক্সপ্রেস স্লট
১৮. ইন্ট্রিগ্রেটেড পেরিফেরালসমূহের কানেক্টর (পিএস/২ কিবোর্ড ও মাউস, সিরিয়াল পোর্ট, প্যারালাল পোর্ট, ভিজিএ, ফায়ারওয়্যার/আইইইইই ১৩৯৪এ, ইউএসবি এক্স৪, ইথারনেট, অডিও এক্স৬ ইত্যাদি)
বর্তমানে মাদারবোর্ডগুলোতে বেশ কিছু মাল্টিমিডিয়া ও নেটওয়ার্কিং ডিভাইসসমূহ অন্তর্ভুক্ত থাকে যেগুলোকে চাইলে ডিসাবল করে রাখা যায়। এগুলোর মধ্যে আছে যথাক্রমেঃ
- ইন্ট্রিগ্রেটেড নেটওয়ার্ক কার্ড
- ইন্ট্রিগ্রেটেড গ্রাফিক্স কার্ড
- ইন্ট্রিগ্রেটেড সাউন্ডকার্ড
- আপগ্রেডড হার্ডড্রাইভ কন্ট্রোলারসমূহ
উল্লেখ, এখানে যেসব অংশগুলোর কথা বলা হয়েছে সেগুলো বিভিন্ন ব্রান্ডের বিভিন্ন মডেলের মাদারবোর্ডভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। তবে সম্মিলিতভাবে সাধারণত যেসব অংশগুলো দেখা যায় সেগুলোই উল্লেখ করা হয়েছে।