ইসলাম
মসজিদের আদবগুলো কি কি?
মসজিদের আদবগুলো হলো–
১। পাক-পবিত্র শরীর ও পোশাক নিয়ে মসজিদে প্রবেশ করা।
২। পবিত্র মন ও বিনয়-বিনম্রতার সাথে মসজিদে প্রবেশ করা।
৩। মসজিদে প্রবেশের সময় নির্দিষ্ট দোয়া পড়া।
৪। মসজিদে প্রবেশের সময় হুড়োহুড়ি, ধাক্কা-ধাক্কি না করা। বেশি জায়গা জুড়ে না বসে অন্যদের বসার জায়গা করে দেওয়া।
৫। লোকজনকে ডিঙিয়ে সামনের দিকে না যাওয়া।
৬। কোনো অপ্রয়োজনীয় কথা না বলা।
৭। নীরবতা পালন করা।
৮। কুরআন তেলাওয়াত ও ধর্মীয় কথাবার্তা শোনা।
৯। কোনো অবস্থায়ই হৈ চৈ, শোরগোল না করা।
১০। সালাতরত কোনো মুসল্লির সামনে দিয়ে যাতায়াত না করা।
১১। মোবাইল খোলা রেখে বা অন্য কোনোভাবে মসজিদের শৃঙ্খলা ভঙ্গ না করা।
১২। বিনয় ও একাগ্রতার সাথে ইবাদত করা।
১৩। মসজিদ থেকে বের হওয়ার সময় নির্দিষ্ট দোয়া পড়া।