জীববিজ্ঞান
ভৌত জীববিজ্ঞান ও ফলিত জীববিজ্ঞানের মধ্যে পার্থক্য কি?
ভৌত জীববিজ্ঞান ও ফলিত জীববিজ্ঞানের মধ্যে পার্থক্য হলোঃ
ভৌত জীববিজ্ঞান
১. এ শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
২. এ শাখায় জীবদেহের অঙ্গপ্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন– শ্বসন, রেচন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।
৩. জিন ও জীবের বংশগতি ধারা এ শাখার আলোচ্য বিষয়।
৪. পৃথিবীতে জীবের বিকাশ, জীবের বিবর্তন ও ক্রমবিকাশ এই শাখায় আলোচনা করা হয়।
ফলিত জীববিজ্ঞান
১. এ শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহ আলোচনা করা হয়।
২. এ শাখায় জীবদেহের রোগ, চিকিৎসা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।
৩. জীনপ্রযুক্তি ও এর ব্যবহার এ শাখার আলোচ্য বিষয়।
৪. মানব ও পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি এখানে আলোচনা করা হয়।