পদার্থবিজ্ঞান
ফ্লাইহুইল (Flywheel) কি?
ফ্লাইহুইল হচ্ছে একটি বড় ব্যাসের চাকতি। এর সাথে একটি অপেক্ষাকৃত সরু অক্ষদণ্ড লাগানাে থাকে। চাকতিটির অভিকর্ষ কেন্দ্র এর ঘূর্ণন অক্ষে অবস্থিত। অক্ষদণ্ডের দুই প্রান্ত একটা দৃঢ় কাঠামাের সাথে বল বিয়ারিং দিয়ে আটকানাে থাকে। অক্ষদণ্ডের সাথে একটি রশি পেঁচানাে থাকে যার প্রান্তে উপযুক্ত ভর আটকানাে থাকে। এই ভরের ওজনের প্রভাবে ফ্লাইহুইলে ঘূর্ণন সৃষ্টি হয়। যে রশিটি নেওয়া হয় তার দৈর্ঘ্য ভূমি থেকে অক্ষ দণ্ড পর্যন্ত হওয়ার প্রয়ােজন অর্থাৎ রশিটির দৈর্ঘ্য এমন হতে হবে যেন ভরটি যখন ভূমি স্পর্শ করে ঠিক সে সময়ে রশিটি অক্ষদণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। চাকার ঘূর্ণন পরিমাপের জন্য কাঠামাের সাথে একটি সূচক লাগানাে থাকে।