জীববিজ্ঞান

ফটোট্রপিজম কাকে বলে?

আলোর প্রতি সাড়া প্রদান করে উদ্ভিদ অঙ্গের চনকে ফটোট্রপিজম বলে। উদ্ভিদের কাণ্ড ও শাখা-প্রশাখার চলন সবসময় আলোর দিকে ঘটে এবং মূলের চলন ঘটে বিপরীত দিকে। কাণ্ডের আলোর দিকে চলনকে পজিটিভ ফটোট্রপিজম এবং আলোর বিপরীত দিকে মূলের চলনকে নেগেটিভ ফটোট্রপিজম বলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button