আর্টিকেল

প্রেষণা কী? অতিরিক্ত মজুরি বলতে কী বোঝায়?

ইংরেজি Motivation শব্দটির বাংলা প্রতিশব্দ প্রেষণা। Motivation শব্দটি ল্যাটিন শব্দ Movere থেকে এসেছে যার অর্থ হলাে ‘চালনা করা’। তাই প্রেষণার শাব্দিক অর্থ হলো কর্মীর কাজে গতিময়তা সৃষ্টি করা।

আভিধানিক অর্থে প্রেষণা হলো অন্তর্নিহিত শক্তিপ্রবাহ যা মানুষের কর্ম সম্পাদনে উৎসাহিত করে। কোনো একটি কাজ সুষ্ঠু ও কৃতিত্বের সাথে সম্পাদন করতে দৈহিক শক্তিই যথেষ্ট নয়, মানসিক শক্তি অর্থাৎ মনোবলও প্রয়োজন। আর কর্মীকে কার্য সম্পাদনে আগ্রহী করে তোলা ও মনোবল সৃষ্টি করাকে প্রেষণা বলে।

অতিরিক্ত মজুরি বলতে কী বোঝায়?

শ্রমিক তার শ্রম আইন অনুসারে নির্দিষ্ট কর্মঘণ্টার পর অতিরিক্ত শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক লাভ করে থাকে তাকে অতিরিক্ত মজুরি বলা হয়। একজন শ্রমিক দৈনিক ৮ ঘণ্টা পরিশ্রম করার পর অতিরিক্ত যদি সে প্রতিদিন ৪ ঘণ্টা কাজ করে শ্রম দিয়ে থাকে তাহলে মাস শেষে এ অতিরিক্ত ৪ ঘন্টা করে মোট কর্মদিবসকে গুণ দিয়ে প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী তাকে মূল বেতনের সঙ্গে অতিরিক্ত বেতনও প্রদান করা হয়। এ অতিরিক্ত বেতনই উক্ত শ্রমিকের অতিরিক্ত মজুরি হিসেবে বিবেচিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button