জীববিজ্ঞান

প্রােটোপ্লাজম এবং সাইটোপ্লাজম এর মধ্যে পার্থক্য কি?

প্রােটোপ্লাজম এবং সাইটোপ্লাজম এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমনঃ

  • কোষের ভেতরের সমস্ত সজীব অংশ হলাে প্রােটোপ্লাজম, অপরদিকে নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রােটোপ্লাজমের অংশই হলাে সাইটোপ্লাজম।
  • প্রােটোপ্লাজম কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস নিয়ে গঠিত। সাইটোপ্লাজম মূলত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ও মাতৃকা দিয়ে গঠিত। এতে নিউক্লিয়াস থাকে না।
  • বংশগতির ধারক ও বাহক হলাে প্রােটোপ্লাজম কিন্তু সাইটোপ্লাজমের সাথে বংশগতির কোন সম্পর্ক নেই।
  • জীবনের আধার হিসেবে কাজ করে প্রােটোপ্লাজম, আর সাইটোপ্লাজম বিভিন্ন অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button