জীববিজ্ঞান
নিডারিয়া পর্বকে সমুদ্রের অলঙ্কার বলা হয় কেন?
নিডারিয়া পর্বের অধিকাংশ প্রাণী হলো সামুদ্রিক। এরা সমুদ্রে একা বা দলবদ্ধভাবে বসবাস করে থাকে। এদের দেহ বিচিত্র বর্ণের এবং দৈহিক গঠন বিভিন্ন ধরনের হওয়ায় সমুদ্রে এরা বিভিন্ন ধরনের সুন্দর কাঠামো তৈরি করে থাকে। এদের বর্ণ ও গঠন ভিন্নতা সমুদ্রের সৌন্দর্য আরও বৃদ্ধি করে বলে নিডারিয়া পর্বকে সমুদ্রের অলঙ্কার বলা হয়।