নিঃসরণ কাকে বলে? নিঃসরণ কী স্বতঃস্ফূর্ত ঘটনা? নিঃসরণের ক্ষতিকর দিক
চাপ প্রয়ােগে সরু ছিদ্র পথে কোন গ্যাসের সজোরে নির্গত বা বের হয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। উদাহরণস্বরূপ সরু ছিদ্র যুক্ত এবং ছিদ্রটি বন্ধ অবস্থায় একটি পাত্রে উচ্চ চাপে কিছু অক্সিজেন গ্যাস ভর্তি করা হলাে। এখন যদি ছিদ্রটি খুলে দেয়া হয় তবে উচ্চ চাপের কারণে ঐ ছিদ্র দিয়ে অক্সিজেন গ্যাস সজোরে বেরিয়ে আসে অর্থাৎ, অক্সিজেন গ্যাসের অনুব্যাপন ঘটে।
নিঃসরণ কী স্বতঃস্ফূর্ত ঘটনা?
নিঃসরণে গ্যাস মূলত যত দ্রুত সম্ভব উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসতে থাকে। এক্ষেত্রে পরিব্যাপ্ত হবার সময় সব স্থানে তা সমভাবে হয় না। তাই এটি স্বতঃস্ফূর্ত ঘটনা নয়।
নিঃসরণের ক্ষতিকর দিক
১. হঠাৎ করে গ্যাসীয় পাত্রে ছিদ্র হওয়ায় দ্রুত বিষাক্ত বা ক্ষতিকর গ্যাস নির্গত হতে থাকে।
২. অতি দ্রুত গ্যাসের নির্গমন ঘটে যার ফলে যেকোন দুর্ঘটনা ঘটতে পারে।