তথ্য প্রযুক্তিতে যোগাযোগ কাকে বলে? এটি কত প্রকার ও কি কি?
তথ্য প্রযুক্তিতে, একে অপরের সাথে বিভিন্ন উপায়ে তথ্য আদান-প্রদান করাকে যোগাযোগ বলে। যোগাযোগ করার পদ্ধতি দুই প্রকার। যথা–
- ব্রডকাস্ট পদ্ধতি
- দ্বিমুখী পদ্ধতি।
নিচে এদের ব্যাখ্যা হলোঃ
ব্রডকাস্ট হলো যোগাযোগ করার একটি একমুখী পদ্ধতি। যখন একজন বা একটি প্রতিষ্ঠান ‘একমুখী’ পদ্ধতিতে অনেকের সাথে যোগাযোগ করে, সেটাকে ইংরেজিতে বলে ‘ব্রডকাস্ট’। রেডিও টেলিভিশন তার সবচেয়ে সহজ উদাহরণ, যেখানে রেডিও বা টিভি স্টোশন থেকে সবার জন্য অনুষ্ঠান প্রচার করা হয়। যাদের জন্য অনুষ্ঠান প্রচার করা হয়, তারা কিন্তু পাল্টা যোগাযোগ করতে পারে না।
আর দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি হলো যোগাযোগের একমুখী ব্রডকাস্ট পদ্ধতির সম্পূরক রূপ। যখন একাধিক ব্যক্তি একই সময়ে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে তখন তাকে দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি বলে। যেমন– মোবাইল ফোন, টেলিফোন। টেলিফোনে দুজন একই সাথে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে।