জীববিজ্ঞান

টিস্যু ও অঙ্গের মধ্যে পার্থক্য কি?

টিস্যু ও অঙ্গের মধ্যে পার্থক্য নিচে দেয়া হলো–

টিস্যু

১. এক বা একাধিক কোষ নিয়ে টিস্যু গঠিত।

২. একই ধরনের টিস্যু একই ধরনের কাজ সম্পাদন করে।

৩. উদাহরণ : আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু ইত্যাদি।

অঙ্গ

১. এক বা একাধিক টিস্যু নিয়ে অঙ্গ গঠিত।

২. একই ধরনের অঙ্গ ভিন্ন ভিন্ন কাজে নিয়োজিত থাকে।

৩. উদাহরণ : হৃৎপিণ্ড, হাড়, পাকস্থলি ইত্যাদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button