প্রশ্ন ও উত্তর

জীবের বৃদ্ধি ও বংশগতি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (অষ্টম শ্রেণি)

১। মিয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কোনটি?

ক) এটি দেহকোষে ঘটে

খ) এটি সমীকরণিক বিভাজন

গ) নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়

ঘ) ক্রোমোজোম একবার বিভাজিত হয়

২। অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে আসে কোন ধাপে?

ক) প্রো-মেটাফেজ  খ) মেটাফেজ

গ) অ্যানাফেজ  ঘ) টেলোফেজ


৩। মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা J এর মত হয়?

ক) প্রোফেজ  খ) মেটাফেজ

গ) অ্যানাফেজ  ঘ) টেলোফেজ


৪। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি স্বল্পস্থায়ী?

ক) প্রোফেজ  খ) এনাফেজ

গ) মেটাফেজ  ঘ) প্রো-মেটাফেজ


৫। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে গমন করে?

ক) প্রোফেজ  খ) মেটাফেজ

গ) অ্যানাফেজ  ঘ) টেলোফেজ


৬। নিচের কোনটিতে মিয়োসিস কোষ বিভাজন ঘটে?

ক) ভ্রুণ মুকুল

খ) মূলের অগ্রভাগ

গ) মুকুল

ঘ) পরাগধানী


৭। কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়?

ক) প্রোফেজ

খ) প্রো-মেটাফেজ

গ) মেটাফেজ

ঘ) অ্যানাফেজ


৮। জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়?

ক) ২   খ) ৩

গ) ৪   ঘ) ৫


নিচের অংশটুকু পড়ে ৯  ও ১০  নম্বর প্রশ্নের উত্তর দাও :

সাফওয়ান অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পিঁয়াজের মূলের কোষ পর্যবেক্ষণ করছিল। সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী ও নিউক্লিওলাস দেখতে পেল না, তবে ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখল।

৯। সাফওয়ান কোষ বিভাজনের কোন দশাটি পর্যবেক্ষণ করেছিল?

ক) প্রোফেজ

খ) প্রো-মেটাফেজ

গ) মেটাফেজ

ঘ) অ্যানাফেজ


১০। সাফওয়ান এর পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায়—

i. ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে

ii. ক্রোমাটিডগুলো পরস্পর হতে বিচ্ছিন্ন হবে

iii. সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যাবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

১১। কোষ বিভাজনের কোন ধাপে প্রত্যেক ক্রোমাটিডে একটি সেন্ট্রোমিয়ার থাকে?

ক) প্রোফেজ    খ) প্রোমেটাফেজ

গ) মেটাফেজ    ঘ) অ্যানাফেজ

১২। প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে কোথায়?

ক) ইস্ট    খ) কাণ্ড

গ) ভ্রূণ মূল    ঘ) জনন মাতৃকোষ

উত্তরঃ–

১ : ঘ); ২ : ঘ); ৩ : গ); ৪ : ঘ); ৫ : গ); ৬ : ঘ); ৭ : খ); ৮ : খ); ৯ : গ); ১০ : গ); ১১ : ঘ; ১২ : ক;

আরো পড়ুনঃ-

১। প্রাণিজগতের শ্রেণিবিন্যাস বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (অষ্টম শ্রেণি)

২। সমন্বয় ও নিঃসরণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (অষ্টম শ্রেণি

৩। আলো বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (অষ্টম শ্রেণি)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button