আর্টিকেল
কিভাবে ‘নগদ’ একাউন্ট ব্যবহার করবেন?
নগদ একাউন্ট খোলার পর তা ব্যবহার করতে মােবাইল ফোনের সংযােগ থেকে ইউএসএসডি (USSD) কোড *১৬৭# ডায়াল করতে হবে। সবশেষ তথ্য মতে, এখন রবি, টেলিটক এবং এয়ারটেল গ্রাহকেরা শুধু ইউএসএসডি কোড ব্যবহার করে নগদ হিসাব ব্যবহার করতে পারছেন। বাংলালিংক এবং জিপির গ্রাহকেরা এখনাে এই কোড ব্যবহার করার সুবিধা পাচ্ছেন না। তবে অবিলম্বে জিপি গ্রাহকেরা এই কোড ব্যবহার করতে পারবেন বলে কল সেন্টার থেকে জানানাে হয়েছে। অবশ্য প্লে-স্টোর থেকে Nagad অ্যাপ ইনস্টল করেও নগদ এমএফএস সেবা নেয়া যাবে। যেকোনাে অপারেটরের গ্রাহকেরা অ্যাপ ব্যবহার করে নগদ হিসাবের মাধ্যমে লেনদেন করতে পারবেন।