রসায়ন বিজ্ঞান
আপেক্ষিক আণবিক ভর কাকে বলে? আপেক্ষিক আণবিক ভর নির্ণয়।
কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভরকে নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে যোগ করলে প্রাপ্ত যোগফলকে ঐ অণুর আপেক্ষিক আণবিক ভর বলে। আপেক্ষিক আণবিক ভরকে সাধারণভাবে আণবিক ভর হিসাবে বিবেচনা করা হয়।
আপেক্ষিক আণবিক ভরের কোনো একক নেই।
আপেক্ষিক পারমাণবিক ভর হতে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় :
আমরা জানি, অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16
তাহলে অক্সিজেন অণুর (O2) আপেক্ষিক আণবিক ভর কত হবে?
একটি অক্সিজেন অণু অক্সিজেনের ২টি পরমাণু নিয়ে গঠিত।
(O2) এর আপেক্ষিক আণবিক ভর হবে, 16×2 = 32 [16 হলো অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর এবং 2 হলো অক্সিজেনের একটি অণুতে পরমাণুর সংখ্যা]।