Smartphone News

শাওমির সবচেয়ে কম দামি ফোন কোনটা?

শাওমির সবচেয়ে কম দামি ফোন কোনটা?

শাওমির সবচেয়ে কম দামি ফোন কোনটা – এই যদি হয় আপনার প্রশ্ন, তবে আপনি ঠিক জায়গায় এসেছেন। এই পোস্টে শাওমির সবচেয়ে কম দামি ফোন সম্পর্কে জানতে পারবেন। শাওমির অফিসিয়াল স্মার্টফোন লাইন-আপ এর মধ্যে রেডমি এ (A) সিরিজের ফোনগুলো বাজেট বান্ধব হয়ে থাকে। যেমনঃ রেড়মি ৬এ, রেডমি ৮এ, ইত্যাদি। এই ফোনগুলোর দাম ১০হাজার টাকার মধ্যে হয়ে থাকে।

আমাদের দেশের বিচারে ১০হাজার টাকা বাজেট কিন্তু কম নয়। তাই এসব রেডমি এ সিরিজের ফোনগুলোকে তেমন একটা কম দামি বলা যায়না। তবে ভালো ব্যাপার হচ্ছে দেশের স্মার্টফোন মার্কেটে অনেক কম দামে ভালো ফোন পাওয়া যাচ্ছে, যা সম্পর্কে আমরা এই পোস্টে জানবো।

এক্সট্রিম বাজেট রেঞ্জের কথা বিবেচনা করে আমরা আনঅফিসিয়াল মার্কেট যাচাই-বাছাই করে খুঁজে বের করেছি শাওমির সবচেয়ে কম দামী কিছু ফোন। এই ফোনগুলো বিভিন্ন বড় বড় মার্কেটে পেয়ে যাবেন। মূলত কিছু বছর আগের শাওমি ফোনের মডেলগুলো দেশের বাজারে বর্তমানে বেশ কম দামে পাওয়া যায়।

শাওমি যেহেতু নিয়মিত নতুন ফোন নিয়ে আসে, তাই তাদের আগের মডেলের ফোনগুলো অফিসিয়ালি বিক্রি বন্ধ করে দেওয়া হয়। অফিসিয়ালি বিক্রি বন্ধ করলেও এই ফোনগুলোর অবিক্রিত ইউনিট থেকে যায় অসংখ্য সেলারের কাছে। আর এসব ফোনগুলোই পরে এসে এখন কম দামে পাওয়া যাচ্ছে দেশের বাজারে। চলুন জেনে নেওয়া যাক শাওমির সবচেয়ে কম দামি কিছু ফোন সম্পর্কে।

মি ৩ – Mi 3

শাওমি মি ৩ - Mi 3

২০১৩সালে মুক্তি পায় মি ৩ ডিভাইসটি, যা তখনকার সময় হিসেবে শাওমি’র ফ্ল্যাগশিপ স্মার্টফোন ছিলো। স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর এর এই ফোনটি বর্তমানে পাওয়া যাবে মাত্র ৩হাজার টাকার মধ্যে। স্থানীয় যেকোনো বড় মোবাইল মার্কেটে এই ফোনটি পেয়ে যেতে পারেন বেশ সুলভ মূল্যে।

তবে এই ফোনটি থেকে বেশি আশা করাটা বোকামি হবে যেহেতু বর্তমানের বিচারে ফোনটি বেশ সাধারণ। তবে দৈনন্দিন ব্যবহারের জন্য কেউ যদি একটি সেকেন্ডারি ডিভাইস খুঁজেন, তাহলে এই ডিভাইসটি দাম বিবেচনায় তেমন একটা খারাপ নয়।

মি ৩ একটি ৩জি ফোন, অর্থাৎ এতে কোনো ধরনের ৪জি সুবিধা নেই। ফোনটিতে শুধুমাত্র একটি সিম সাপোর্ট করে। ২জিবি র‍্যাম ও ১৬জিবি স্টোরেজ রয়েছে ফোনটিতে, তবে স্টোরেজ বাড়ানোর জন্য এসডি কার্ড সাপোর্ট নেই।

ফোনের ব্যাকে ১২মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা ও ফ্রন্টে ২মেগাপিক্সেল এর সেল্ফি ক্যামেরা রয়েছে। ৩০৫০মিলিএম্প এর ব্যাটারি আছে মি ৩ ফোনটিতে। ৩০০০টাকা দামের ফোন হিসেবে মি ৩ ফোনটিকে কোনোভাবেই খারাপ বলা চলেনা। আর এরই মাধ্যমে বাজারে পাওয়া যাচ্ছে এমন শাওমির সবচেয়ে কম দামি ফোন হলো মি ৩ ফোনটি।

একনজরে মি ৩ এর ফিচারসমূহঃ

  • ডিসপ্লেঃ ৫ইঞ্চি
  • প্রসেসরঃ স্ম্যাপড্রাগন ৮০০
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ১৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩০৫০মিলিএম্প
  • দাম ≈ ৩,০০০টাকা

রেডমি ৪এক্স – Redmi 4X

শাওমি রেডমি ৪এক্স - Redmi 4X

৫হাজার টাকা যদি আপনার বাজেট হয়, তাহলে রেডমি ৪এক্স ডিভাইসটি আপনাকে কোনোভাবেই হতাশ করবেনা। রেডমি ৪এক্স ফোনটির ৩জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট দেশের মোবাইল মার্কেটে পাওয়া যাবে ৫হাজার টাকার মধ্যে। ২০১৭সালে মুক্তি পেলেও বর্তমান সময়ের বিচারেও ফোনটি যথেষ্ট ব্যবহারযোগ্য।

রেডমি ৪এক্স ফোনটিতে স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ৫হাজার টাকার ফোন হিসেবে বেশ অসাধারণ বলা চলে। ৫ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে ১৩মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা রয়েছে। ৪১০০মিলিএম্প ব্যাটারির এই ফোনটিতে আবার ফিংগারপ্রিন্ট সেন্সর ও রয়েছে। যেকোনো ধরনের ব্যবহারকারীর জন্য দাম বিবেচনায় এই ফোনটি অসাধারণ একটি পছন্দ বলা চলে।

একনজরে রেডমি ৪এক্স এর ফিচারসমূহঃ

  • ডিসপ্লেঃ ৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৫
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪১০০মিলিএম্প
  • দাম ≈ ৫০০০টাকা

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

রেডমি গো – Redmi Go

শাওমি রেডমি গো - Redmi Go

শাওমির সবচেয়ে কম দামি অফিসিয়াল ফোন হওয়ার কথা ছিলো রেডমি গো, তবে অফিসিয়ালি ফোনটি বিক্রি করা বন্ধ করে দিয়েছে শাওমি। তবুও বর্তমানে দেশের বাজারে ৭ হাজার টাকার মধ্যে রেডমি গো ফোনটি পেয়ে যাবেন। ১জিবি র‍্যাম ও ৮জিবি স্টোরেজ রয়েছে এই ফোনটিতে।

দাম ও স্পেসিফিকেশন বিবেচনায় রেডমি গো ফোনটির চেয়ে রেডমি ৬ প্রো ফোনটি এগিয়ে থাকবে। ব্যবহারের অভিজ্ঞতা বিচার করলে রেডমি ৪এক্স ফোনটিও রেডমি গো এর চেয়ে এগিয়ে থাকবে। তাই পাঠকদের জন্য পরামর্শ থাকবে রেডমি গো ফোনটি কেনা এড়িয়ে চলার। এই বাজেটে ফোনের খোঁজে থাকলে এই পোস্টে উল্লেখিত অন্য যেকোনো ফোন দেখতে পারেন।

একনজরে রেডমি গো এর ফিচারসমূহঃ

  • ডিসপ্লেঃ ৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫
  • র‍্যামঃ ১জিবি
  • স্টোরেজঃ ৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩০০০মিলিএম্প
  • দাম ≈ ৭০০০টাকা

রেডমি ৬ প্রো – Redmi 6 Pro

রেডমি ৬ প্রো - Redmi 6 Pro

রেডমি ৬ প্রো বেশ জনপ্রিয় একটি শাওমি ডিভাইস, এই ফোনটি মি এ২ লাইট নামেও পরিচিত। স্ন্যাপড্রাগন ৬২৫ এর এই ফোনটি বর্তমানে ৭ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এর রেডমি ৬ প্রো ফোনটিতে ফিংগারপ্রিন্ট সেন্সর ও রয়েছে। ৪০০০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে ৫.৮৪ইঞ্চি ডিসপ্লের এই ফোনটিতে। রেডমি ৬ প্রো এর ৩জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৭ হাজার টাকার মধ্যে।

একনজরে রেডমি ৬ প্রো এর ফিচারসমূহঃ

  • ডিসপ্লেঃ ৫.৮৪ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪০০০মিলিএম্প
  • দাম ≈ ৭০০০টাকা

আরো জানুন 👉 শাওমি মোবাইলের দাম

রেডমি ৯এ – Redmi 9A

xiaomi redmi 9a bd

বর্তমানে শাওমির সবচেয়ে কম দামের অফিসিয়াল ফোন হলো রেডমি ৯এ। বেশ সাধারণ এই ফোনটি দাম বিবেচনায় একটি অসাধারণ অফিসিয়াল ফোন বলা চলে। এমনকি ফোনটি আমাদের ১০হাজার টাকার মধ্যে সেরা মোবাইলের তালিকাতেও স্থান করে নিয়েছে। ৩জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ রয়েছে ফোনটিতে।

৬.৫৩ইঞ্চির ডিসপ্লের এই ফোনটিতে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি রয়েছে যা বাজেট ফোনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিচার। সকল দিক বিবেচনায় এন্ট্রি লেভেলের বাজেট স্মার্টফোন হিসেবে রেডমি ৯এ ফোনটি বেশ ভালো বলা চলে। অর্থাৎ অফিসিয়ালি শাওমির সবচেয়ে কম দামি ফোন হলো রেডমি ৯এ।

একনজরে রেডমি ৯এ এর ফিচারসমূহঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি২৫
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • দামঃ ৮৭৯৯টাকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button