কম্পিউটার হার্ডওয়্যার

আইএসএ বাস (ISA BUS) কি? আইএসএ বাস (ISA BUS)-এর বৈশিষ্ট্য।

Industry Standard Architecture-এর সংক্ষিপ্ত রূপ হলো ISA। ISA BUS এক ধরনের ধীরগতি সম্পন্ন BUS। ISA BUS বহুল ব্যবহৃত একটি BUS যা শুরু থেকে ব্যবহৃত হয়ে আসছে। এর প্রথম ব্যবহার শুরু হয় ১৯৮১ সালে আইবিএম ইন্টেলের ৮০৮৮ প্রসেসরে। শুরুতে এটি ছিল ৮ বিট ডাটা বাস এবং এর কাজের গতি ছিল ৮ মেগাহার্টজ। তবে আইবিএম ১৯৮৪ সালে একে ১৬ বিট ডাটা বাস এ উন্নীত করে, যদিও এর কাজের গতি একই থাকে।

আইএসএ বাস (ISA BUS)-এর বৈশিষ্ট্য

  • ISA BUS-এ ৯৮টি পিন থাকে। যা দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগে ৬২টি এবং ২য় ভাগে ৩৬টি।
  • এটি একটি ১৬ বিট বাস।
  • ডাটা ট্রান্সফার রেট হচ্ছে ৫.৫ মেগাবাইট।
  • এর কাজের গতি ৬-৮.৩৩ মেগাহার্জ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button