প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. নির্দিষ্ট আয়ের পরিবারে লোকসংখ্যা বৃদ্ধি পেলে কোনটি ঘটে?

ক. পরিবারে সচ্ছলতা দেখা দেয় 

খ. আয় বাড়ে 

গ. মাথাপিছু আয় কমে 

ঘ. সামাজিক মূল্যবোধ বৃদ্ধি পায়

সঠিক উত্তর : গ

২. বাংলাদেশে মৃত্যুহার হ্রাসের কারণগুলো হলো —

i. শিক্ষার হার বৃদ্ধি

ii. চিকিৎসাসেবার উন্নতি

iii. খাদ্যের পুষ্টিমান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৩. একটি দেশের জনসংখ্যার গঠন কী রূপ হতে পারে?

ক. অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ 

খ. আয়তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ 

গ. আয়তনের চেয়ে অনেক কম 

ঘ. আয়তনের চেয়ে কিছু বেশি

সঠিক উত্তর : খ

৪. বাংলাদেশ কোন দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে?

ক. মধ্যম আয়ের দেশ হওয়ার পথে 

খ. উচ্চ আয়ের দেশ হওয়ার দিকে 

গ. উন্নত দেশ হওয়ার দিকে 

ঘ. প্রগতিশীল ও আধুনিক হওয়ার পথে

সঠিক উত্তর : ক

৫. একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি কোনটি?

ক. খনিজ সম্পদ খ. বনজ সম্পদ 

গ. শিল্প কারখানা ঘ. জনসংখ্যা

সঠিক উত্তর : ঘ

৬. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?

ক. ১০১৩ খ. ১০১৪ 

গ. ১০১৫ ঘ. ১০১৬

সঠিক উত্তর : গ

৭. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার কত?

ক. ১.৩৬ শতাংশ খ. ১.৩৭ শতাংশ 

গ. ১.৩৮ শতাংশ ঘ. ১.৩৯ শতাংশ

সঠিক উত্তর : খ

৮. ২০০১ সালে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার কত ছিল?

ক. ১.৫১ শতাংশ খ. ১.৫২ শতাংশ 

গ. ১.৫৩ শতাংশ ঘ. ১.৫৯ শতাংশ

সঠিক উত্তর : ঘ

৯. বাংলাদেশের প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব (২০১৬ সালের) কত?

ক. ১০৬০ জন খ. ১০৬১ জন 

গ. ১০৬২ জন ঘ. ১২৫২ জন

সঠিক উত্তর : ঘ

১০. ১৯৭৪ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল?

ক. ২.৪৮% খ. ২.৬৪% 

গ. ২.৬২% ঘ. ২.৭০%

সঠিক উত্তর : ক

১১. ১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল?

ক. ২.১৭% খ. ২.০২% 

গ. ২.০৩% ঘ. ২.০৪%

সঠিক উত্তর : ক

১২. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল?

ক. ১.৩১% খ. ১.৩২% 

গ. ১.৩৩% ঘ. ১.৩৭%

সঠিক উত্তর : ঘ

১৩. ১৬ বছর বয়সে সিমির বিয়ে হয়। এখন সে তিন সন্তানের জননী। সিমির ক্ষেত্রে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কোন কারণ প্রতিফলিত হয়েছে?

ক. বাল্যবিবাহ খ. বহুবিবাহ 

গ. ধর্মীয় কুসংস্কার ঘ. নারী শিক্ষার অভাব

সঠিক উত্তর : ক

১৪. জনসংখ্যার পরিবর্তন নিচের কোনটির ওপর বেশি নির্ভরশীল?

ক. স্থানান্তর খ. নারীর অবস্থান

গ. অর্থনৈতিক অবস্থা ঘ. মানুষের মূল্যবোধ

সঠিক উত্তর : ক

১৫. জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে কী বোঝায়?

ক. জনসংখ্যার অভ্যন্তরীণ স্থানান্তর 

খ. জনসংখ্যার কাঠামোর পরিবর্তন

গ. জনসংখ্যার অর্থনৈতিক পরিবর্তন 

ঘ. জনসংখ্যার রাজনৈতিক পরিবর্তন 

সঠিক উত্তর : খ

১৬. একটি দেশের জনসংখ্যার বয়সকাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. ২ খ. ৩ 

গ. ৪ ঘ. ৫

সঠিক উত্তর : খ

১৭. যে দেশে প্রাপ্তবয়স্ক লোক বেশি হবে, সে দেশে কোনটি বেশি হবে?

ক. জন্মহার খ. স্থানান্তর 

গ. মৃত্যুহার ঘ. পরিবর্তনশীলতা

সঠিক উত্তর : ক

১৮. মৃত্যুহার হ্রাস পাওয়ায় কোন বয়সী জনসংখ্যার হার দ্রুত বৃদ্ধি পায়?

ক. শিশু খ. কিশোর 

গ. তরুণ ঘ. বৃদ্ধ

সঠিক উত্তর : ঘ

১৯. বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে জনবসতি কম কেন?

ক. পাহাড় ও পর্বতে ঘেরা বলে 

খ. জলবায়ু চরমভাবাপন্ন বলে

গ. প্লাবন সমভূমি বলে 

ঘ. বরেন্দ্রভূমির অন্তর্ভুক্ত হওয়ার কারণে

সঠিক উত্তর : ক

২০. জনসংখ্যার পরিবর্তনশীলতা প্রধানত নির্ভর করে—

i. জন্মহারের ওপর

ii. মৃত্যুহারের ওপর

iii. সামাজিক গতিশীলতার ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

২১. কোন স্থানান্তরের জন্য তেমন কোনো অনুমতির প্রয়োজন হয় না?

ক. বহির্গমন খ. বহিরাগমন 

গ. অভ্যন্তরীণ ঘ. আন্তর্জাতিক

সঠিক উত্তর : গ

২২. অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে কারা?

ক. শহুরে বেকাররা 

খ. গ্রামীণ দরিদ্র নারীরা 

গ. নদীভাঙন এলাকার মানুষ 

ঘ. গ্রামের সক্ষম কৃষকেরা

সঠিক উত্তর : খ

২৩. দেশের বাইরে থেকে দেশে লোকের আগমনকে কী বলে?

ক. বহিরাগমন

খ. বহির্গমন 

গ. অন্তঃস্থানান্তর

ঘ. আঞ্চলিক স্থানান্তর

সঠিক উত্তর : ক

২৪. জনসংখ্যার স্থানান্তরকে অন্য কী নামে অভিহিত করা হয়?

ক. অভিগমন

খ. আন্তগমন 

গ. বহির্গমন

ঘ. অবনমন

সঠিক উত্তর : ক

২৫. কিছু লোক গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হতে বাধ্য হয় কেন?

ক. রাজনৈতিক কারণে 

খ. বেকারত্বের কারণে 

গ. দারিদ্রের কারণে 

ঘ. প্রাকৃতিক দুর্যোগের কারণে

সঠিক উত্তর : ঘ

২৬. গ্রাম থেকে শহরে স্থানান্তরের গুরুত্বপূর্ণ সুবিধা হলো—

i. উন্নত শিক্ষা 

ii. উন্নত চিকিৎসাব্যবস্থা 

iii. উন্নত স্বাস্থ্যসেবা 

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

২৭. জনসংখ্যা স্থানান্তর হতে পারে —

i. দেশের অভ্যন্তরে 

ii. আন্ত–আঞ্চলিক পর্যায়ে 

iii. আন্তর্জাতিক পর্যায়ে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

২৮. আমাদের দেশের মেয়েরা অল্প বয়সে গর্ভধারণ করে কেন?

ক. অপুষ্টির জন্য 

খ. বহুবিবাহের কারণে 

গ. বাল্যবিবাহের জন্য 

ঘ. অসচেতনতার ফলে

সঠিক উত্তর : গ

২৯. বাংলাদেশে ১৯৮০ সালে শিশু জন্ম দেওয়ার সময় মাতৃমৃত্যুর সংখ্যা কত ছিল?

ক. ৬৪৮ জন

খ. ৬৪৯ জন

গ. ৬৫০ জন

ঘ. ৬৫১ জন

সঠিক উত্তর : গ

৩০. বাংলাদেশে ২০১৬ সালে শিশুমৃত্যুর হার প্রতি হাজারে (ইউনিসেফ রিপোর্ট–২০০৮) কত ছিল?

ক. ২৮ জন

খ. ২৯ জন

গ. ৩২ জন

ঘ. ৩৭ জন

সঠিক উত্তর : ক

৩১. ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মৃত জনসংখ্যার শতকরা কত ভাগ শিশু ছিল?

ক. ৪৮ খ. ৪৯ 

গ. ৫০ ঘ. ৫১

সঠিক উত্তর : গ

৩২. বাংলাদেশে মাতৃমৃত্যুর কারণ হলো —

i. চিকিৎসার অভাব 

ii. নারীশিক্ষার অভাব 

iii. একলাম্পশিয়া 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৩৩. একটি দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির মূল উৎস কী?

ক. জনসম্পদ 

খ. সুশাসন 

গ. প্রাকৃতিক সম্পদ 

ঘ. গণতন্ত্র

সঠিক উত্তর : গ

৩৪. কী কারণে কর্ষণযোগ্য ভূমি ঘরবাড়ি নির্মাণের কাজে ব্যবহৃত হচ্ছে?

ক. অধিক জনসংখ্যা 

খ. শিল্পকারখানা স্থাপন

গ. শহরায়ন 

ঘ. নগরায়ন

সঠিক উত্তর : ক

৩৫. ইউরিয়া সার উৎপাদনে শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়?

ক. প্রায় ৬০ ভাগ

খ. প্রায় ৬০ ভাগ 

গ. প্রায় ৭০ ভাগ

ঘ. প্রায় ৭০ ভাগ

সঠিক উত্তর : খ

৩৬. বাংলাদেশে কলকারখানার বর্জ্য পদার্থ কোন সম্পদকে দূষিত করছে?

ক. কয়লা

খ. পানি 

গ. প্রাকৃতিক গ্যাস

ঘ. কৃষিজমি

সঠিক উত্তর : খ

৩৭. কোন দেশের প্রাকৃতিক সম্পদ জনসংখ্যার চাহিদার তুলনায় অনেক বেশি?

ক. বাংলাদেশ

খ. সৌদি আরব 

গ. ভুটান

ঘ. পাকিস্তান

সঠিক উত্তর : খ

৩৮. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে কোনটি বৃদ্ধি পাচ্ছে?

ক. পুরুষের সংখ্যা 

খ. নারীর সংখ্যা 

গ. নির্ভরশীল জনসংখ্যা 

ঘ. কর্মক্ষম জনসংখ্যা 

সঠিক উত্তর : গ

৩৯. রেহানাদের গ্রামে অধিকাংশ মানুষ দরিদ্র। তাদের গ্রামে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ কী?

ক. নারীশিক্ষা 

খ. বাল্যবিবাহ 

গ. ছেলেসন্তানের প্রত্যাশা 

ঘ. বহুবিবাহ

সঠিক উত্তর : গ

৪০. বাংলাদেশে প্রতিবছর কত লাখ শিশু জন্মগ্রহণ করে?

ক. ২৫ লাখ খ. ২৬ লাখ 

গ. ২৮ লাখ ঘ. ৩৫ লাখ

সঠিক উত্তর : ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button