রসায়ন বিজ্ঞান

সঞ্চরণশীল ইলেকট্রন কি? প্রতিরূপী মৌল কাকে বলে? ব্যাখ্যা করো।

কিছু কিছু অণুতে কিছু ইলেকট্রন একটি বা দুটি পরমাণুতে আবদ্ধ না থেকে বিস্তৃত এলাকায় পরিভ্রমণরত থাকে, এদেরকে সঞ্চরণশীল ইলেকট্রন বলা হয়। বেনজিন অণুর কাঠামাে C–C ও C–H সিগমা বন্ধনের মাধ্যমে গঠিত হয়। এতে কার্বন পরমাণুর sp2 সংকরণ হয়। এরপরও প্রতিটি কার্বন পরমাণুতে একটি অসংকরিত ইলেকট্রন থেকে যায়। এ ছয়টি ইলেকট্রন বেনজিন অণুর সমগ্র অংশে সঞ্চরণশীল।

প্রতিরূপী মৌল কাকে বলে? ব্যাখ্যা করো।

যে সকল মৌলের পরমাণুতে সর্ববহিঃস্থ শক্তিস্তর ইলেকট্রনে অপূর্ণ থাকে কিন্তু অভ্যন্তরীণ শক্তিস্তর এদের ধারণ ক্ষমতা অনুযায়ী ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, সে সকল মৌলকে আদর্শ বা প্রতিরূপী মৌল বলে।

এদের পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস ns1 হতে ns2np5 পর্যন্ত হতে পারে।
এখানে প্রধানত লক্ষণীয়, যাদের p অরবিটালটি ফাঁকা থাকে। যেমনঃ ক্লোরিন (17)। পর্যায় সারণির IA উপশ্রেণিসমূহের অর্থাৎ, IIA,IIIA,IVA,VA,VIA,VIIA এই ৬টির এরূপ ইলেক্ট্রন বিন্যাস আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button