মেরুরজ্জু কাকে বলে? “ধমনি শিরা থেকে ভিন্নতর”—ব্যাখ্যা করো।
মেরুদণ্ডের ভেতর সুরক্ষিত অবস্থায় মস্তিষ্কের পেছন থেকে প্রলম্বিত নরম অংশটিকেই মেরুরজ্জু বলে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ হলো মেরুরজ্জু। মেরুরজ্জুর ধূসর পদার্থ থাকে ভেতরে এবং শ্বেত পদার্থ থাকে বাইরে। মেরুরজ্জুর শ্বেত পদার্থের ভেতর দিয়ে আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র যাতায়াত করে।
“ধমনি শিরা থেকে ভিন্নতর”—ব্যাখ্যা করো।
ধমনি শিরা থেকে ভিন্নতর; কারণ শিরা দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয আসে, আর ধমনি হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে নিয়ে যায়। পালমােনারী শিরা ব্যতীত সকল শিরা CO2 সমৃদ্ধ রক্ত বহন করে এবং পালমোনারী ধমনি ব্যতীত সকল ধমনি O2 যুক্ত রক্ত বহন করে। শিরায় নাড়ি স্পন্দন নেই, কিন্তু ধমনিতে নাড়ি স্পন্দন আছে। শিরার প্রাচীরের মধ্যস্তর অল্প পেশিযুক্ত ও পাতলা; ধমনির প্রাচীরের মধ্যস্তর পেশিবহুল ও পুরু।