বিনিয়োগ বলতে কি বুঝায়?
বিনিয়ােগ বলতে সাধারণত মুনাফার উদ্দেশ্যে ব্যবসায়-বাণিজ্যে অর্থ খাটানােকে বুঝানাে হয়। কিন্তু অর্থনীতিতে বিনিয়ােগ ধারণাটি আরও ব্যাপক এবং বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে বিনিয়ােগ বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে নতুন মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি করাকে বুঝায় যার ফলে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি পায়। সুতরাং বিনিয়ােগের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও তার সাথে জড়িত রয়েছে —
(ক) নতুন মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি।
(খ) কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি এবং
(গ) উৎপাদন বৃদ্ধি।
আরো পড়ুনঃ-
২। দাম ব্যবস্থা কি? What is Price System in Bengali/Bangla?
৩। অর্থনীতিতে ‘দুষ্প্রাপ্যতা’ এবং ‘নির্বাচন’ কি?
৪। প্রকৃত মজুরি ও আর্থিক মজুরি বলতে কি বুঝায়?
৭ । ব্যাংকের তারল্য নীতি বলতে কি বুঝায়?
৯। মূল্য সংযোজন কর বা VAT কি? VAT কীভাবে নির্ধারণ করা হয়?
১০। রেওয়ামিল কি?