পঞ্চম অধ্যায় : বৈদ্যুতিক তার ও ক্যাবল
প্রশ্ন-১. তারে ইনসুলেশন গ্রেড কিসের উপর নির্ভর করে?
উত্তর : তারে ইনসুলেশন গ্রেড ভোল্টেজের উপর নির্ভর করে।
প্রশ্ন-২. আন্ডার গ্রাউন্ডে ক্যাবল বসানোকে কী বলে?
উত্তর : আন্ডার গ্রাউন্ডে ক্যাবল বসানোকে লেইন বলে।
প্রশ্ন-৩. ক্যাবল আর্মারড কিসের তৈরি?
উত্তর : ক্যাবল আর্মারড ইস্পাত বা ট্রেপ দিয়ে তৈরি।
প্রশ্ন-৪. ফ্লেক্সিবল কর্ড কোথায় ব্যবহৃত হয়?
উত্তর : ফ্লেক্সিবল কর্ড ঝুলানো বাতি ও পাখাতে ব্যবহৃত হয়।
প্রশ্ন-৫. সিটিএস এবং টিআরএস ক্যাবল কোথায় ব্যবহৃত হয় না?
উত্তর : স্থায়ী ও বাইরের খোলা জায়গায়।
প্রশ্ন-৬. পিভিসি ক্যাবলের তামার তারের উপর কিসের প্রলেপ দেওয়া হয়?
উত্তর : পলিভিনাইল ক্লোরাইড (PVC) এর প্রলেপ দেওয়া হয়।
প্রশ্ন-৭. ফ্লেক্সিবল ক্যাবলের জন্য উপযুক্ত ইনসুলেশন কিসের?
উত্তর : পলিভিনাইল ক্লোরাইড (PVC)।
প্রশ্ন-৮. পিভিসি ক্যাবল কোথায় বেশি ব্যবহৃত হয়?
উত্তর : হাউজ ওয়্যারিংয়ের কাজে পিভিসি ক্যাবল বেশি ব্যবহৃত হয়।
প্রশ্ন-৯. পিভিসি তারের উপর কিসের প্রলেপ দেওয়া হয়?
উত্তর : পিভিসি তারের উপর পলিভিনাইল ক্লোরাইড এর প্রলেপ দেওয়া হয়।
প্রশ্ন-১০. পিভিসি তারের সাইজ কিসের উপর নির্ভর করে?
উত্তর : পিভিসি তারের সাইজ তারের কারেন্ট বহন ক্ষমতা, অনুমোদিত ভোল্টেজ ড্রপ, তাপমাত্রা ও তারের উপাদানের উপর নির্ভর করে।
প্রশ্ন-১১. ওয়্যারগেজ দ্বারা সরাসরি তারের কী পরিমাপ করা হয়?
উত্তর : তারের গেজ নম্বর বা ডায়ামিটার বা তারের সাইজ।
প্রশ্ন-১২. ক্যাবল তারের সাইজ কিসের উপর নির্ভর করে?
উত্তর : ক্যাবল তারের সাইজ কোর সংখ্যা, খেইয়ের সংখ্যা, তারের ব্যাস ও কারেন্ট প্রবাহের উপর নির্ভর করে।
প্রশ্ন-১৩. আর্মারড ক্যাবল বলতে কী বোঝায়?
উত্তর : যে ক্যাবলের কোরগুলোকে যে কোন যান্ত্রিক আঘাত হতে রক্ষা করার জন্য কোরের ইনস্যুলেশনের চারিদিকে ইস্পাতের বর্ম দেয়া থাকে, আর্মারড ক্যাবল বলে। যান্ত্রিক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্যে আর্মারিং করা হয়। এটি সাধারণত এক বা দুই স্তর গ্যালভানাইজড ইস্পাত তার অথবা ইস্পাতের পাতের আবরণ বিশেষ।
এ ক্যাবলে একটি, দুটি, তিনটি বা চারটি কোর ব্যবহৃত হয়। কোরগুলোতে তামার বা অ্যালুমিনিয়ামের খেইবিশিষ্ট তার ব্যবহার করা হয়। আর্মারড ক্যাবলের গঠন বিভিন্ন রকমের হতে পারে।