প্রশ্ন ও উত্তর

জীবন-সঙ্গীত কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

এসএসসি ২০২২ – বাংলা ১ম পত্র

১. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন কত সালে?

ক. ১৯০১ খ. ১৯০৩

গ. ১৯০৫ ঘ. ১৯০৭

সঠিক উত্তর : খ

২. কবি কাতর স্বরে কী বলতে নিষেধ করেছেন?

ক. বৃথা জন্ম এ সংসারে 

খ. তুমি কার, কে তোমার 

গ. এমন পাবে না আর 

ঘ. জীবাত্মা অনিত্য নয়

সঠিক উত্তর : ক

৩. কবি হেমচন্দ্র কোনটি বিশ্বাস করেন না?

ক. এ জীবন নিশার স্বপন 

খ. এ জীবন অত্যন্ত মূল্যবান 

গ. এ জীবন যুদ্ধক্ষেত্র 

ঘ. এ জীবন ক্ষণস্থায়ী

সঠিক উত্তর : ক

৪. মানুষকে কবি কী বৃথা ক্ষয় করতে নিষেধ করেছেন?

ক. কথা খ. সুখ 

গ. সম্মান ঘ. জীবন

সঠিক উত্তর : ঘ

৫. কবি কিসে ভুলতে নিষেধ করেছেন?

ক. প্রাকৃতিক সৌন্দর্যে 

খ. বাহ্যদৃশ্যে

গ. স্নেহ–মমতায় 

ঘ. নিশার স্বপনে

সঠিক উত্তর : খ

৬. কিসের আশা করলে দুঃখের ফাঁস পরতে হবে?

ক. মহিমার খ. সুখের 

গ. পুরস্কারের ঘ. পুণ্যের

সঠিক উত্তর : খ

৭. কবি মানুষের আয়ুকে ‘শৈবালের নীর’ বলেছেন কেন?

ক. মানুষ মরণশীল বলে 

খ. মানুষ ক্ষণজীবী বলে

গ. জীবন দুর্লভ বলে 

ঘ. জীবন অস্থির বলে

সঠিক উত্তর : ক

৮. মিথ্যা সুখের কল্পনা কী বাড়িয়ে দেয়?

ক. হতাশা খ. দুঃখ

গ. চিন্তা ঘ. নৈরাজ্য

সঠিক উত্তর : খ

৯. ‘দারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার’—এসব বলে কবি কী করতে নিষেধ করেছেন?

ক. আনন্দ খ. ক্রন্দন 

গ. দান ঘ. উল্লাস

সঠিক উত্তর : খ

১০. ভবের উন্নতি করার জন্য অপরিহার্য কোনটি?

ক. সংসারে বৈরাগ্য ধারণ করা 

খ. নিত্য নিজ কাজ করা 

গ. সুখের আশা করা 

ঘ. যুদ্ধ করা

সঠিক উত্তর : খ

১১. কোন বিষয়টিকে মানুষ কখনোই নিয়ন্ত্রণ করতে পারে না?

ক. জীবন খ. সংসার 

গ. কর্ম ঘ. সময়

সঠিক উত্তর : ঘ

১২. ‘করো না সুখের আশ, পরো না দুখের ফাঁস’—এখানে ‘সুখের আশ’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. অধিকার খ. লোভ 

গ. মোহ ঘ. হতাশা

সঠিক উত্তর : গ

১৩. সহায়–সম্পদ সবকিছু কোনটি ঘুচিয়ে দেয়?

ক. মহিমা খ. কাল 

গ. মানুষ ঘ. পরিবার

সঠিক উত্তর : খ

১৪. ‘জীবন–সংগীত’ কবিতায় মানুষের জীবনকালকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?

ক. নিশার স্বপন খ. শৈবালের নীর

গ. সুতা কাটা ঘুড়ি ঘ. ভোরের শিশির

সঠিক উত্তর : খ

১৫. কবি হেমচন্দ্র মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন?

ক. কুসুম কানন খ. সমরাঙ্গন 

গ. পুষ্পশয্যা ঘ. স্রোতস্বিনী

সঠিক উত্তর : খ

১৬. কবি সংসারকে কী বলে আখ্যায়িত করেছেন?

ক. নিশার স্বপন খ. মহিমাময় 

গ. সমরাঙ্গন ঘ. দুর্লভ

সঠিক উত্তর : গ

১৭. ‘জীবন–সংগীত’ কবিতায় কোনটিকে দুর্লভ বলা হয়েছে?

ক. সম্পদ খ. সুস্বাস্থ্য 

গ. মহিমা ঘ. শিক্ষা

সঠিক উত্তর : গ

১৮. কবি সুখের আশায় কী পরতে নিষেধ করেছেন?

ক. দামি পোশাক খ. দুখের ফাঁস

গ. সংসারী সাজ ঘ. যুদ্ধের পোশাক

সঠিক উত্তর : খ

১৯. ভবের উন্নতি করার জন্য অপরিহার্য কোনটি?

ক. সংসারের বৈরাগী সাজ ধারণ করা 

খ. নিত্য নিজ কাজ করা 

গ. সুখের আশা করা 

ঘ. যুদ্ধ করা

সঠিক উত্তর : খ

২০. ‘জীবাত্মা’ শব্দটির অর্থ কী?

ক. আত্মার জীবন

খ. মানুষের আত্মা

গ. জীব ও আত্মা

ঘ. পরম আত্মা

সঠিক উত্তর : খ

২১. ‘আকিঞ্চন’ শব্দের অর্থ কী?

ক. অপচয় খ. সঞ্চয় 

গ. অলসতা ঘ. চেষ্টা

সঠিক উত্তর : ঘ

২২. ‘সমরাঙ্গন’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. যুদ্ধক্ষেত্র খ. বাড়ির উঠান 

গ. সুন্দর বারান্দা ঘ. কর্মক্ষেত্র

সঠিক উত্তর : ঘ

২৩. ‘অনিত্য’ মানে —

i. অস্থায়ী 

ii. যা নশ্বর 

iii. যা ক্ষীয়মাণ 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

২৪. ‘জীবন–সংগীত’ কবিতার মূলভাব —

i. আশাব্যঞ্জক জীবনের উপলব্ধি

ii. বৈরাগ্য ও কর্মহীনতার বোধ

iii. আশাবাদী কর্মময় জীবনের প্রেরণা 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

২৫. ‘বীর্যবান’ অর্থ কী?

ক. সাহসী খ. বুদ্ধিমান 

গ. শক্তিমান ঘ. ধৈর্যশীল

সঠিক উত্তর : গ

২৬. কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন সালে জন্মগ্রহণ করেন? 

ক. ১৮৩৮ সালে খ. ১৮৭১ সালে

গ. ১৭৩৮ সালে ঘ. ১৮৭৩ সালে

সঠিক উত্তর : ক

২৭. ‘জীবন–সংগীত’ কবিতায় কবি কিসের উন্নতির কথা বলেছেন?

ক. মানুষের খ. জাতির 

গ. ভবের ঘ. দেশের

সঠিক উত্তর : গ

২৮. ‘জীবন-সংগীত’ কবিতায় কবি কোন লক্ষ্যে কাজ করতে বলেছেন?

ক. মানবতার কল্যাণে 

খ. যশ–খ্যাতি লাভে

গ. বৈরাগ্য থেকে মুক্তির জন্য 

ঘ. সুখী সমৃদ্ধ জীবনের জন্য

সঠিক উত্তর : ক

২৯. ‘জীবন–সংগীত’ কবিতায় কোনটি স্থির থাকে না?

ক. সময় খ. আশা 

গ. স্বপ্ন ঘ. দুঃখ

সঠিক উত্তর : ক

৩০. স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন মহাকাব্যটি রচনা করেন?

ক. বৃত্রসংহার খ. আশাকানন 

গ. বীরবাহু ঘ. ছায়াময়ী

সঠিক উত্তর : ক

৩১. নৈরাজ্যবাদীরা জীবনকে কী রূপ মনে করেন?

ক. পদ্মপাতার জল খ. দিঘির জল

গ. শৈবালের নীর ঘ. নিশার স্বপন

সঠিক উত্তর : ঘ

৩২. কবির মতে, দুঃখের মূল কারণ কোনটি?

ক. আয়ু প্রত্যাশা খ. সম্পদ প্রত্যাশা

গ. সুখ প্রত্যাশা ঘ. স্নেহ প্রত্যাশা

সঠিক উত্তর : গ

৩৩. কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জগৎ–সংসারকে কোনটির সঙ্গে তুলনা করেছেন?

ক. যুদ্ধক্ষেত্র খ. স্বর্গ 

গ. যন্ত্রণা ঘ. পার্থিব মায়া

সঠিক উত্তর : ক

৩৪. কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোনটিকে জগতে দুর্লভ বলেছেন?

ক. আকাঙ্ক্ষা খ. মহিমা 

গ. সাধনা ঘ. সম্পদ

সঠিক উত্তর : খ

৩৫. আমরা বরণীয় হব কীভাবে?

ক. ভবিষ্যতের ওপর নির্ভর করে 

খ. স্বীয় কীর্তির ধ্বজা ধরে

গ. সংসারী সাজে 

ঘ. ভবের উন্নতি করে

সঠিক উত্তর : খ

৩৬. ‘জীবন–সংগীত’ কবিতায় কবি কোথায় পদাঙ্ক অঙ্কন করে অমর হওয়ায় আশা ব্যক্ত করেছেন?

ক. সংসার সাগরতীরে 

খ. সমর সাগরতীরে 

গ. জীবন সাগরতীরে 

ঘ. সুখের সাগরতীরে 

সঠিক উত্তর : খ

৩৭. কবি হেমচন্দ্র কী সাধন করতে বলেছেন?

ক. সংসার খ. সাগর 

গ. ভব ঘ. সংকল্প

সঠিক উত্তর : ঘ

৩৮. কবি হেমচন্দ্র যুদ্ধ করতে বলেছেন কার সঙ্গে?

ক. সংসারের সঙ্গে খ. সাগরের সঙ্গে

গ. ভবের সঙ্গে ঘ. নিজের সঙ্গে 

সঠিক উত্তর : ক

৩৯. ‘দারা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. নারী খ. বোন 

গ. স্ত্রী ঘ. পুত্র

সঠিক উত্তর : গ

৪০. সংসারকে ‘সমরাঙ্গন’ বলার কারণ কী?

ক. সংসারে নানা ঘাত–প্রতিঘাত মোকাবিলা করতে হয় 

খ. সংসারে যুদ্ধ করতে হয়

গ. সংসার ক্ষণস্থায়ী 

ঘ. মানুষ মরণশীল

সঠিক উত্তর : ক

৪১. ‘আয়ু যেন শৈবালের নীর’ — এর দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. জীবন কুসুমাস্তীর্ণ নয় 

খ. এ জীবন ক্ষণস্থায়ী 

গ. আয়ু ক্রমান্বয়ে ফুরিয়ে যায় 

ঘ. জীবন অবিনশ্বর নয়

সঠিক উত্তর : খ

৪২. ‘জীবন–সংগীত’ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কোনটি?

ক. জীবন ও প্রকৃতি খ. প্রকৃতির সৌন্দর্য

গ. জীবনের তাৎপর্য ঘ. সন্ন্যাসজীবন 

সঠিক উত্তর : গ

৪৩. কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিসে মুক্তি নেই বলেছেন?

ক. সংসারে খ. বৈরাগ্যে 

গ. সংগ্রামে ঘ. পরিবারে 

সঠিক উত্তর : খ

৪৪. ‘কীর্তিমানের মৃত্যু নাই’— এ উক্তির ভাবসত্যের সঙ্গে মিল আছে কোন কবিতায়?

ক. আশা খ. রানার 

গ. মানুষ ঘ. জীবন–সংগীত

সঠিক উত্তর : ঘ

৪৫. ‘জীবন–সংগীত’ কবিতায় কবি মানবগণকে বারণ করেছেন —

i. ভয়ে ভীত হতে

ii. সুখের আশা করতে

iii. বৃথা জীবন ক্ষয় করতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৪৬. ‘জীবন–সংগীত’ কবিতার প্রতিপাদ্য বিষয় হলো —

i. জীবনের স্বরূপ অনুধাবন

ii. সংসারের স্বরূপ অনুধাবন

iii. কর্তব্যে অবিচল থাকা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৪৭. ‘জীবন–সংগীত’ কবিতায় কবি মানবজীবনকে বৃথা বলতে চাননি। কারণ —

i. মানবজীবন সাফল্যে পরিপূর্ণ 

ii. মানবজীবন তাৎপর্যময়

iii. মানুষের অনেক দায়িত্ব রয়েছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৪৮. কবি কেন মানুষের জীবনকে বৃথা বলতে চাননি?

i. মানবজীবন মূল্যবান বলে 

ii. বৈরাগ্যে মুক্তি নেই বলে 

iii. জীবন শিশিরবিন্দুর মতো ক্ষণস্থায়ী বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৪৯. কবির মতে, মানুষ কীভাবে অমর হবে?

ক. মহৎ কর্ম করে খ. যুদ্ধ জয় করে 

গ. সংসারধর্ম পালন করে ঘ. ক্রন্দন না করে

সঠিক উত্তর : ক

৫০. কবির মতে, নিচের কোনটি অত্যন্ত মূল্যবান?

ক. মানবজনম খ. কর্ম

গ. সাধনা ঘ. ধ্যান

সঠিক উত্তর : ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button