প্রশ্ন ও উত্তর

অধ্যায়-৬: জ্যামিতির মৌলিক ধারণা, ষষ্ঠ শ্রেণির গণিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। ‘জ্যা’ শব্দের অর্থ কি?

উত্তরঃ ভূমি।

প্রশ্ন-২। ‘মিতি’ শব্দের অর্থ কি?

উত্তরঃ পরিমাপ।

প্রশ্ন-৩। যার দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ (উচ্চতা) আছে তাকে কী বলে?

উত্তরঃ ঘনবস্তু।

প্রশ্ন-৪। Elements বইটি কত খণ্ডে লিপিবদ্ধ?

উত্তরঃ ১৩ খণ্ডে।

প্রশ্ন-৫। কত খ্রিস্ট পূর্বাব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড Element বইটি লেখেন?

উত্তরঃ ৩০০।

প্রশ্ন-৬। একটি দিয়াশলাই বক্সের কয়টি তল আছে?

উত্তরঃ ৬।

প্রশ্ন-৭। যার শুধু অবস্থান আছে তাকে কী বলে?

উত্তরঃ বিন্দু।

প্রশ্ন-৮। একটি ইটের কয়টি পৃষ্ঠ থাকে?

উত্তরঃ ৬টি।

প্রশ্ন-৯। ঘনবস্তুর মাত্রা কয়টি ও কী কী?

উত্তরঃ ঘনবস্তুর মাত্রা তিনটি; যথা– দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা।

প্রশ্ন-১০। জ্যামিতিক পরিমাপ পদ্ধতির সংজ্ঞা ও প্রক্রিয়াসমূহকে লিপিবদ্ধ করেন কে?

উত্তরঃ ইউক্লিড।

প্রশ্ন-১১। ইউক্লিড কোন দেশের পণ্ডিত ছিলেন?

উত্তরঃ গ্রিস।

প্রশ্ন-১২। একটি বিন্দুর মাত্রা কতটি?

উত্তরঃ শূন্য (০)।

প্রশ্ন-১৩। দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা কয়টি?

উত্তরঃ ২ টি।

প্রশ্ন-১৪। পরস্পর দুইটি বিন্দুকে যোগ করলে কী পাওয়া যায়?

উত্তরঃ রেখাংশ।

প্রশ্ন-১৫। একটি রেখাংশের কয়টি প্রান্ত বিন্দু থাকে?

উত্তরঃ ২টি।

প্রশ্ন-১৬। কোনো সমতলে দুইটি রেখা কয়টি বিন্দুতে পরস্পরকে ছেদ করে?

উত্তরঃ ১টি।

প্রশ্ন-১৭। 28° কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?

উত্তরঃ 152°।

প্রশ্ন-১৮। 38° কোণের বিপ্রতীপ কোণ কত?

উত্তরঃ 38°।

প্রশ্ন-১৯। দুইটি রশ্মির মিলনস্থলে কী উৎপন্ন হয়?

উত্তরঃ কোণ।

প্রশ্ন-২০। দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুতে কয়টি কোণ উৎপন্ন হয়?

উত্তরঃ ৪টি।

প্রশ্ন-২১। 32° কোণের পূরক কোণের পরিমাণ কত?

উত্তরঃ 58°।

প্রশ্ন-২২। শীর্ষবিন্দু কী?

উত্তরঃ দুইটি রশ্মি যে সাধারণ বিন্দুতে মিলিত হয় তাকে শীর্ষবিন্দু বলে।

প্রশ্ন-২৩। সমরেখ বিন্দু কাকে বলে?

উত্তরঃ যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাকে সমরেখ বিন্দু বলে।

প্রশ্ন-২৪। অন্তঃস্থ বিন্দু কাকে বলে?

উত্তরঃ প্রান্তবিন্দুদ্বয় ছাড়া রেখাংশের যেকোনো বিন্দুকে ঐ রেখাংশের অন্তঃস্থ বিন্দু বলে।

প্রশ্ন-২৫। সমান্তরাল সরলরেখা কাকে বলে?

উত্তরঃ দুইটি সরলরেখা একে অপরকে ছেদ না করলে এবং লম্ব দূরত্ব সমান হলে তাকে সমান্তরাল সরলরেখা বলে।

প্রশ্ন-২৬। বাহুভেদে ত্রিভুজ কত প্রকার?

উত্তরঃ ৩ প্রকার।

প্রশ্ন-২৭। কোণভেদে ত্রিভুজ কত প্রকার?

উত্তরঃ ৩ প্রকার।

প্রশ্ন-২৮। চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?

উত্তরঃ ৩৬০°।

প্রশ্ন-২৯। বর্গক্ষেত্রের প্রত্যেক কোণের পরিমাপ কত?

উত্তরঃ ৯০°।

প্রশ্ন-৩০। একটি চতুর্ভুজের কয়টি কর্ণ থাকে?

উত্তরঃ ২টি।

প্রশ্ন-৩১। একটি আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণের পরিমাণ কত?

উত্তরঃ ৯০°।

প্রশ্ন-৩২। যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ ৯০° অপেক্ষা বেশি তাকে কী বলে?

উত্তরঃ স্থূলকোণী ত্রিভুজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button