জীববিজ্ঞান

হ্যাগফিশ কী? অ্যানেলিডা ও নিডারিয়া পর্বের মধ্যে পার্থক্য লিখ।

Myxini শ্রেণিভুক্ত মাছগুলোকে হ্যাগফিশ বলা হয়। এরা মুক্তজীবী ও মৃতপ্রায় প্রাণী ভক্ষণকারী। সাধারণ অ্যানিলিড, মলাক্সা, কাস্টাসিয়ান প্রাণীদের মৃতদেহ এদের প্রধান খাদ্য। বর্তমানে প্রায় ৭০-৭৬ প্রজাতির হ্যাগফিস রয়েছে যাদের সবাই সামুদ্রিক। হ্যাগফিস দেখতে অনেকটা ইল মাছের মতো।

অ্যানেলিডা ও নিডারিয়া পর্বের মধ্যে পার্থক্য লিখ।

অ্যানেলিডা ও নিডারিয়া পর্বের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো-

অ্যানেলিডা

১. এরা ত্রিস্তরী প্রাণী।

২. এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম।

৩. এদের দেহ নলাকার ও খণ্ডায়িত।

৪. এদের মুখ ও পায়ু ছিদ্র ভিন্ন।

নিডারিয়া

১. এরা দ্বিস্তরী প্রাণী।

২. এরা অরীয় প্রতিসম।

৩. এরা নলাকার কিন্তু দেহ অখণ্ডায়িত।

৫. এদের দেহের অগ্রভাগে একটিমাত্র ছিদ্র থাকে যা মুখ ও পায়ু হিসাবে কাজ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button