রসায়ন
হার ধ্রুবক বা বেগ ধ্রুবক কাকে বলে?
কোন রাসায়নিক বিক্রিয়ায় যদি প্রতিটি বিক্রিয়কের ঘনমাত্রা 1 mol/L হয় তাহলে তার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বা বেগ ধ্রুবক বলে। একে k দ্বারা প্রকাশ করা হয়।
হার ধ্রুবকের বৈশিষ্ট্য :
১। একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় হার ধ্রুবকের মান নির্দিষ্ট।
২। তাপমাত্রার পরিবর্তনে হার ধ্রুবকের মান (k) পরিবর্তিত হয়।
৩। হার ধ্রুবকের মান বেশি হলে বিক্রিয়ার বেগ বেশি হয় এবং হার ধ্রুবকের মান কম হলে বিক্রিয়ার বেগ কম হয়।