স্থিতিস্থাপক বস্তু কাকে বলে?
স্থিতিস্থাপকতা পদার্থের এমন একটি ধর্ম যার জন্য কোন বস্তু বাইরে থেকে প্রযুক্ত বলের ক্রিয়ার ফলে এর আকার বা আয়তন উভয়েরই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং প্রযুক্ত বল অপসারিত হলে পূর্বের আকার বা আয়তন ফিরে পায়, অর্থাৎ সে সব বস্তুতে স্থিতিস্থাপকতা ধর্ম বিদ্যমান তাদেরকে স্থিতিস্থাপক বস্তু (Elastic body) বলে।
স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক এবং কেন?
স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে পীড়ন ও বিকৃতির মধ্যে বিকৃতি মৌলিক। কারণ, বাহ্যিক বলের প্রভাবে কোনো স্থিতিস্থাপক বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে বস্তুর মধ্যে যে প্রতিক্রিয়া বলের উদ্ভব হয় তাকে পীড়ন বলে। এই পীড়ন বস্তুকে পূর্বের অবস্থায় নিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ বিকৃতির সৃষ্টি হলে তবেই পীড়নের উদ্ভব হয়। সুতরাং বিকৃতি হলো মৌলিক।
আরো পড়ুনঃ-
২। স্থিতিস্থাপক অবসাদ বা স্থিতিস্থাপক ক্লান্তি কাকে বলে?
৩। স্বাভাবিক বা মুক্ত কম্পন কাকে বলে?
৪। পয়সনের অনুপাত কাকে বলে? পয়সনের অনুপাতের মাত্রা ও একক নেই কেন?