সুপ্ততাপ কাকে বলে? বডি স্প্রেতে ব্যাপন বা নিঃসরণের কোনটি আগে ঘটে?
স্থির তাপমাত্রা ও চাপে কোন পদার্থের এক অবস্থা থেকে আর এক অবস্থা পরিবর্তনের সময় যে পরিমাণ তাপ উৎপন্ন করে বা যে পরিমাণ তাপ শোষণ করে তাকে ঐ পদার্থের সুপ্ততাপ বলে। যেমন– স্থির তাপমাত্রায় ও চাপে বরফ থেকে পানিতে পরিবর্তনের সময় যে পরিমাণ তাপ শোষণ করে তাকে বরফের সুপ্ত তাপ বলে।
বডি স্প্রেতে ব্যাপন বা নিঃসরণের কোনটি আগে ঘটে?
বডি স্প্রেতে বিদ্যমান উপাদানগুলোর চাপ বডি স্প্রের ভিতর ও বাহিরে সমান নয়। বডি স্প্রের ভেতরে চাপ বেশি থাকে। সরু ছিদ্রপথে যখন গ্যাসের অণুসমূহ উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসে, তখন নিঃসরণ প্রক্রিয়া ঘটে। চাপ দিলে বডি স্প্রেতে বিদ্যমান ছিদ্রপথে বেরিয়ে পড়ে। বডি স্প্রের ছিদ্র পথে অণুর স্বতঃস্ফূর্ত গতিকে বাধা দেয়। ছিদ্র যত বড় হতে থাকে স্বতঃস্ফূর্ততা তত বৃদ্ধি পেতে থাকে। যখন সম্পূর্ণ চাপমুক্ত হয় তখন ব্যাপনে রূপান্তরিত হয়।
এজন্য, বডি স্প্রেতে আগে নিঃসরণ, পরে ব্যাপন ঘটে।