পদার্থবিজ্ঞান
সান্দ্রতা সহগ কাকে বলে? টানা তারে আড় কম্পনের সূত্রগুলো কি কি?
নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহীর দুটি পাশাপাশি স্তরের মধ্যে একক বেগ অবক্রম বজায় রাখতে প্রবাহী স্তরের প্রতি একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বলের প্রয়োজন হয়, তাকে উক্ত তাপমাত্রায় প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ বলে। একে η দ্বারা প্রকাশ করা হয়।
টানা তারে আড় কম্পনের সূত্রগুলো কি কি?
টানা তারে আড় কম্পনের সূত্রগুলো হলোঃ
১. দৈর্ঘ্য সূত্র : কোন কম্পমান তারের টান ও একক দৈর্ঘ্যের ভর অপরিবর্তিত থাকলে, তারের কম্পাংক দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক।
২. টানের সূত্র : কোনো কম্পমান তারের দৈর্ঘ্য ও একক দৈর্ঘ্যের ভর অপরিবর্তিত থাকলে, তারের কম্পাংক টানের বর্গমূলের সমানুপাতিক।
৩. ভরের সূত্র : কোনো কম্পমান তারের দৈর্ঘ্য ও টান অপরিবর্তিত থাকলে, তারের কম্পাংক একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক।