গণিত বিজ্ঞান
সাধারণ গুণনীয়ক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গ.সা.গু.) কাকে বলে?
সাধারণ গুণনীয়ক কাকে বলে?
যে রাশি দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক, একে উক্ত রাশিগুলোর সাধারণ গুণনীয়ক (Common factor) বলে। যেমন, x2y, xy, xy2, 5x রাশিগুলোর সাধারণ গুণনীয়ক হলো x।
আবার, (a2 – b2), (a + b)2, (a3 + b3) রাশিগুলোর সাধারণ গুণনীয়ক (a + b)।
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গ.সা.গু.) কাকে বলে?
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে ঐ সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গ.সা.গু.) বলে।
আমরা জানি, ১২ এর গুণনীয়কগুলো ১, ২, ৩, ৪, ৬ এবং ১২
আবার, ৩০ এর গুণনীয়কগুলো ১, ২, ৩, ৫, ৬, ১২, ১৫ এবং ৩০।
এখানে, ১২ এবং ৩০ এর সাধারণ গুণনীয়কগুলো ১, ২, ৩ এবং ৬। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ গুণনীয়ক ৬।
অতএব ১২ এবং ৩০ এর গ.সা.গু. ৬।