রসায়ন বিজ্ঞান
রিসাইকেল কাকে বলে? রিসাইকেলিং করা হয় কেন?
রিসাইকেল অর্থ পুনঃচক্র। বর্জ্য বা উচ্ছিষ্ট হিসেবে ফেলে রাখা বিভিন্ন পদার্থ সংগ্রহ করে যে প্রক্রিয়ার মাধ্যমে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হয় তাকে রিসাইকেল বলে।
রিসাইকেলিং করা হয় কেন?
পুরাতন ব্যবহার্য বস্তু নষ্ট হয়ে গেলে তা পরিবেশ দূষণ ঘটায়। এছাড়া নতুনভাবে বস্তুটি তৈরিতে অধিক অর্থ ব্যয় হয়। অনেক ক্ষেত্রে বস্তুটির উৎপাদনকারী উৎস কম থাকে। অর্থাৎ পরিবেশ দূষণ হ্রাস, উৎপাদন ব্যয় হ্রাস, আকরিকের ঘাটতির জন্য বস্তুকে রিসাইকেল করা হয়।