প্রশ্ন ও উত্তর

মাউস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (Mouse Related Question and Answer)

প্রশ্ন-১। মাউস কি? (What is a Mouse?)

উত্তরঃ মাউস একটি ইনপুট ডিভাইস। একে পয়েন্টিং ডিভাইসও বলা হয়। এটি নাড়াচড়া করলে মনিটরের পর্দায় একটি তীর চিহ্ন (বা অন্য কোন চিহ্ন) নড়াচড়া করে। একে মাউস পয়েন্টার বলে। মাউস হতে নির্দেশ কম্পিউটারে পাঠানোর জন্য বোতাম বা বাটন থাকে। এ বোতাম বা বাটন চাপলে মাউস পয়েন্টারের অবস্থান অনুযায়ী প্রোগ্রাম কাজ করে।

প্রশ্ন-২। বর্তমানে কোন ধরনের মাউস বেশি ব্যবহার করা হয়?

উত্তরঃ অপটিক্যাল মাউস।

প্রশ্ন-৩। অপটিক্যাল মাউসের সুবিধাগুলো কী কী? (What are advantages of Optical Mouse)

উত্তরঃ অপটিক্যাল মাউসের সুবিধাগুলো নিম্নরূপ–

  • এর মধ্যে কোন ঘূর্ণনশীল যন্ত্রাংশ নেই ফলে দ্রুত খারাপ হওয়ার সম্ভাবনা কম।
  • মাউসের সরলকে অনেক নিখুঁতভাবে নির্ণয় করা যায়, ফলে সূক্ষ্ণ কাজের জন্য খুবই উপকারি।
  • যে কোন তলের ওপর রেখে কাজ করা যায়।

প্রশ্ন-৪। প্রথম মাউস তৈরি করেন কে?

উত্তরঃ ডগলাস কার্ল এঙ্গেলবার্ট।

প্রশ্ন-৫। মাউসে কয়টি বাটন থাকে?

উত্তরঃ মাউসে বাটন থাকে – ২ টি।


প্রশ্ন-৬। মাউস (Mouse) ক্লিক কত প্রকার ও কি কি?

উত্তরঃ মাউস ক্লিক তিন প্রকারের। যথাঃ ১) লেফট, ২) রাইট এবং ৩) ডাবল ক্লিক।

  • লেফট ক্লিক : কোন আইটেমের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের বাম বােতামে একবার চাপ দেয়াকে লেফট ক্লিক বলা হয়। মাউস ক্লিক বলতে সাধারণত লেফট ক্লিকই বুঝায়। একে সিঙ্গেল ক্লিকও বলা হয়।
  • রাইট ক্লিক : কোন আইটেমের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বােতামে একবার চাপ দেয়াকে রাইট ক্লিক বলা হয়। মাউসের দ্বারা করা অনেক কাজ সংক্ষিপ্তভাবে সম্পাদনের জন্য রাইট ক্লিক করা হয়।
  • ডাবল ক্লিক : কোন ফাইল বা ডিরেক্টরী আইটেমের উপর মাউস পয়েন্টার রেখে ঘনঘন দুবার চাপ দেয়াকে ডাবল-ক্লিক বলে। সাধারণত কোন নির্দেশনা প্রয়ােগ কিংবা প্রােগ্রাম পরিচালনার জন্য ডাবল-ক্লিক করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button