রসায়ন
ভৌত রসায়ন কাকে বলে? গ্যাসের গতি তত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ কি কি?
রসায়নের যে শাখায় আণবিক পর্যায়ে শক্তির সাথে সম্পর্কযুক্ত রাসায়নিক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়, তাকে ভৌত রসায়ন বলে।
গ্যাসের গতি তত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ হলোঃ
- প্রত্যেক গ্যাসই সমান ভরের কতকগুলো অতিশয় ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। কণাগুলোকে গ্যাস অণু বলা হয়।
- একটি নির্দিষ্ট গ্যাসের সকল অণু একই রকমের কিন্তু ভিন্ন গ্যাসের অণুগুলো ভিন্ন রকমের।
- অণুগুলোর মােট আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় অতি নগন্য।
- গ্যাস অণুগুলো স্থিতিস্থাপক। অর্থাৎ দুটি অণুর মধ্যে সংঘর্ষের ফলে তাদের মোট গতিশক্তির কোন পরিবর্তন হয় না।
- গ্যাসের অণুগুলো সর্বদা বিক্ষিপ্ত বেগে ছুটাছুটি করে এবং পরস্পরের সাথে এবং আধারের দেয়ালের সাথে ধাক্কা খায়।
- অণুগুলোর বেগ শূন্য হতে অসীম পর্যন্ত বিস্তৃত।
- অণুগুলোর পরস্পরের প্রতি বা আধারের দেয়ালের প্রতি কোন আকর্ষণ বা বিকর্ষণ নেই।
- দুটো পরপর ধাক্কার মধ্যবর্তী সময়ে অণুগুলো সমবেগে সরলরেখায় গমন করে।
- গ্যাসের অণুগুলাে পরস্পরের সাথে অবিরাম ধাক্কা খেলেও সাম্যাবস্থায় প্রতি একক আয়তনে গ্যাসের অণুসংখ্যা সমান থাকে।
- পরস্পর দু’টি ধাক্কার মধ্যবর্তী দৈর্ঘ্যের গড়মানকে গড় মুক্ত পথ বলে।
- গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক।